পিএসজিতে মেসি-নেইমারদের নতুন স্পন্সর ‘গোট’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৫০ পিএম, ১৪ এপ্রিল ২০২২
পিএসজিতে মেসি-নেইমারদের নতুন স্পন্সর ‘গোট’

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইনের (পিএসজি) নতুন স্পন্সর হিসেবে যুক্ত হচ্ছে স্নিকার নির্মাতা প্রতিষ্টান গোট। আসন্ন ২০২২-২৩ মৌসুম থেকে পিএসজির জার্সির হাতায় দেখা যাবে তাদের নাম। 

চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে দলে ভেড়ায় ফ্রান্স। এরপর থেকেই নতুন করে বেশ কয়েকটি প্রতিষ্ঠানের সাথে নতুন করে স্পন্সর চুক্তি করে পিএসজি। এরই ধারাবাহিকতায় তাদের সাথে যুক্ত হচ্ছে গোট।

দুই বছরের চুক্তিতে পিএসজির সাথে চুক্তিবদ্ধ হয়েছে প্রতিষ্ঠানটি। পুরো সময়ের জন্য পিএসজিকে ৪০ মিলিয়ন ইউরো দিবে প্রতিষ্ঠানটি। আর এর ফলের পিএসজির ম্যাচ জার্সি এবং অনুশীলন জার্সিতে নিজেদের নাম লেখানোর সুযোগ পাচ্ছে।

ইংরেজিতে সর্বকালের সেরাকে সংক্ষেপে বলা হয় ‘গোট’। এবার সেই সর্বকালের সেরার ইংরেজি সংক্ষিপ্ত রুপ বসছে মেসি-নেইমারদের জার্সিতে।

বিশ্বের ১৭০ দেশে নিজেদের ব্যবসা পরিচালনা করছে গোট। আর এই প্রথমবারের মতো কোনো ফুটবল ক্লাবের সাথে যুক্ত হয়েছেন প্রতিষ্ঠানটি। সারা বিশ্বজুড়ে প্রতিষ্ঠানটির ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৩০ মিলিয়ন।

পিএসজির সাথে চুক্তির পর তাদের গ্রাহক সংখ্যা আরও বাড়বে সেই বিষয়টি নিশ্চিতভাবেই বলা যায়। গোটের সাথে করা চুক্তির পর পিএসজি জানিয়েছে, “পিএসজি পরিবারে গোটকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। এই চুক্তির কল্যাণে গোট আমাদের জার্সিতে লেখা প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত তালিকাতে প্রবেশ করল।”

তিনি আরও বলেন, “গোট ক্লাবের জন্য আদর্শ অংশীদার। এটা বিশ্বজুড়ে সমর্থকদের সঙ্গে খেলাধুলা ও ফ্যাশন শৈলীর একটি আইকন হিসাবে আমাদের অবস্থানকে শক্তিশালী করবে। একসঙ্গে আমরা সর্বত্র ভক্তদের আনন্দ দিয়ে রোমাঞ্চকর ও সৃজনশীল অভিজ্ঞতা তৈরি করব।”

স্পোর্টসমেইল২৪/পিপিআর


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস

আরও পাঁচ বছর খেলতে চান সার্জিও রামোস

মেসি-নেইমারের সঙ্গে এখন জ্বলে উঠাটা লজ্জাজনক: এমবাপে

মেসি-নেইমারের সঙ্গে এখন জ্বলে উঠাটা লজ্জাজনক: এমবাপে

এমবাপেকে রাখতে ১৫০ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত পিএসজি

এমবাপেকে রাখতে ১৫০ মিলিয়ন পাউন্ড দিতে প্রস্তুত পিএসজি

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস