উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে নিজেদের মাঠে জয়ের আত্মবিশ্বাস নিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে দ্বিতীয় লেগে খেলতে নেমেছিল ম্যানচেস্টার সিটি। সেমি-ফাইনাল নিশ্চিত করতে ২ গোলের ব্যবধানে জয়ের বিকল্প না থাকা ম্যাচে গোলশূণ্য ড্র করেছে মাদ্রিদ। গুরুত্বপূর্ণ এ ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফেরার পথে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।
ঘটনার শুরু ম্যাচের একদম শেষ দিকে। ম্যানচেস্টার সিটিরি ফিল ফোডেনকে ট্যাকল করেন ফিলিপে। ট্যাকলের পর ফোডেনকে পা দিয়ে মাড়িয়ে দেন স্টেফান সাভিক। এরপরেই দু’দলের মধ্যে বিবাদের শুরু হয়, মাঠের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা।
উত্তেজনা থেকে শুরু হয় হাতাহাতি। মাঠে হাতাহাতিতে জড়িয়ে পড়ায় লাল কার্ড দেখেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফিলিপে। এছাড়াও হলুদ কার্ড দেখেন স্টেফান সাভিক এবং নাথান আকে।
অবশ্য এর আগে রেফারি দুই দলের খেলোয়াড়দের শান্ত করার চেষ্টা করেন। ব্যর্থ হলে শেষ পর্যন্ত কার্ড দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। রেফারির এমন চেষ্টা সাময়িক সময়ের জন্য কাজ করে।
ঘটনা এখানেই শেষ নয়, ড্রেসিং রুমে ফেরার পথে তর্কে জড়িয়ে আবারও ঝামেলার শুরু করেন জ্যাক গ্রিলিশ এবং নাথান অকে। এরপরেই হাতাহাতি জড়িয়ে পড়েন সাইড বেঞ্চে থাকা ফুটবলাররাও। পরে মাঠে দায়িত্ব পালন করা পুলিশ এসে দুই দলের খেলোয়াড়দের আলাদা করেন।
ট্যানেলে হাতাহাতির বিষয়ে ম্যানচেস্টার সিটি তারকা রদ্রি বলেন, “এখানে অনেক আবেগ ছিল এবং ফলাফল খুব কাছাকাছি ছিল। কী ঘটেছে আমি সত্যিই জানি না। একটু হাতাহাতি হয়েছে। আমি পালানোর চেষ্টা করেছিলাম। তারা আমার সাবেক সতীর্থ এবং এই ধরনের জিনিসগুলো সুখকর নয়।”
আরেক স্প্যানিশ তারকা আইমেরিক লাপোর্তে বলেন, “এটা সত্য যে এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে আসা সব সময় অপ্রীতিকর, যা একটি ঝগড়ার মধ্যে শেষ হয়। কিন্তু এটা খুবই নগণ্য। কিন্তু শেষ পর্যন্ত এটা খুব কম হলেও অনেক বেশি আলোচনার সৃষ্টি করে। তবে এটা ঠিক তারা (অ্যাথলেটিকো) আমাদের চেয়ে বেশি ক্ষতি করেছে।”
অ্যাথলেটিকো মাদ্রিদের গোলরক্ষক জন ওবলাক বলেন, “আমি কিছুই দেখিনি, কারণ আমি অন্য প্রান্তে লোকজনদের সঙ্গে ধন্যবাদ দিচ্ছিলাম। তবে ডাগআউটে সবার মেজাজ ছিল অবিশ্বাস্য রকম খারাপ।”
চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের দুই লেগ মিলিয়ে ১-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। এই ফলাফলই সিটিজেনদের তুলে দিয়েছে সেমি-ফাইনালে। প্রথম লেগের নিজেদের ঘরের মাঠে ১-০ গোলে জয় পেয়েছিল গার্দিওয়ালার শিষ্যরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর/আরএস