চূড়ান্ত হলো চ্যাম্পিয়নস লিগের সেরা চার দল। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেছেন সিটি কোচ পেপ গার্দিওয়ালা। সেমিফাইনালের প্রথম লেগে তিনি পাচ্ছেন না দলের অন্যতম ভরসা জোয়াও ক্যানসেলোকে। কেভিন ডি ব্রুইন ও ওয়াকারকে নিয়েও থাকছে শঙ্কা।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচের শেষ সময়ে হলুদ কার্ড দেখেন সিটিজেনদের রক্ষনভাগের নির্ভরযোগ্য খেলোয়াড় ক্যানসেলো। এর আগেও একটি হলুদ কার্ড থাকায় এক ম্যাচের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।
ক্যানসেলোর নিষেধাজ্ঞার পাশাপাশি সিটির জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে ডি ব্রুইনের ইনজুরি। অ্যাথলেটিকোর বিপক্ষে ম্যাচের ৬৫তম মিনিটের ফাউলের শিকার হয়ে মাঠের বাইরে চলে যান ব্রুইন। তার জায়গায় বদলি হিসেবে নেমেছিলেন রহিম স্টার্লিং।
ইনজুরিতে পড়েছেন রক্ষণভাগের অন্যতম খেলোয়াড় কাইল ওয়াকারও। গোঁড়ালির চোটের কারণে তাকে উঠিয়ে নিতে বাধ্য হন কোচ গার্দিওয়ালা। তবে ওয়াকারের চোট খুব গুরুতর কিছুনা বলেই ধারণা করা হচ্ছে। সেই সঙ্গে প্রথম লেগে খেলতে পারেন ডি ব্রুইনও।
ইউরোপ সেরার মঞ্চে প্রথম লেগে চলতি এপ্রিলের ২৭ তারিখে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে ইংলিশ জায়ান্টরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে। ফিরতি লেগে মে মাসের ৫ তারিখে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে দুই দল।
সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল হারিয়েছে ইংলিশ জায়ান্ট চেলসিকে। অ্যাথলেটিকোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষ চারের টিকিট কেটেছে ম্যানসিটি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি