বেনফিকাকে বিদায় করে শেষ চারে লিভারপুল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২৯ এএম, ১৪ এপ্রিল ২০২২
বেনফিকাকে বিদায় করে শেষ চারে লিভারপুল

প্রথম লেগে  বেনফিকার মাঠে বড় জয়ে অর্ধেক কাজ সেরে রেখেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে লিভারপুলের মাঠে দারুণ লড়াই করলো বেনফিকা, তবে শেষ রক্ষা হলো না। প্রথম লেগে ৩-১ ব্যবধানে এগিয়ে থাকায় দ্বিতীয় লেগ ৩-৩ গোলে ড্র হলেও দুই লেগ মিলিয়ে ৬-৪ গোলের ব্যবধানে এগিয়ে থেকে শেষ চারে পা রেখেছে দ্য রেডরা।

বাংলাদেশ সময় বুধবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে ম্যাচের শুরুতেই প্রথম আক্রমণ করে বেনফিকা। ১৩তম মিনিটে ২০ গজ দূর থেকে শট নিয়েছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এভারটন। তবে ঠিকঠাক লক্ষ্য রাখতে পারেননি। বল বেরিয়ে যায় পোস্টের বাইরে দিয়ে।

লিভারপুল প্রথমবারের মতো আক্রমণে ওঠে ম্যাচের ১৮তম মিনিটে। রবের্তো ফিরমিনোর সঙ্গে ওয়ান-টু খেলে ডি-বক্সে ঢুকে পড়েন কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। এরপর বল বাড়ান জেমস মিলনারকে। বলের গতিপথ বুঝে এগিয়ে এসে মিলনারকে রুখে দেন ওডিসিয়াস ভ্লাচোডিমোস।

২০তম মিনিটে প্রথম এগিয়ে যায় লিভারপুল। কসতাস সিমিকাসের কর্নারে দুর্দান্ত হেডে দলকে এগিয়ে নেন ইব্রাহিমা কোনাতে। লিভারপুলের জার্সিতে এটি কোনাতের দ্বিতীয় গোল। এর আগে প্রথম লেগেও হেডেই দলের হয়ে প্রথম গোলটি করেছিলেন এই ফরাসি ডিফেন্ডার।

ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বেনফিকা। ৩২তম মিনিটে ডিয়েগো গনজালভেসের পাস পেয়ে যান গনজালো রামোস। বল পেয়েই দ্রুতগতিতে বক্সে ঢুকে ব্রাজিলিয়ান গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড।

স্কোরলাইন সমতায় রেখেই প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল। বিরতির পর ৫৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। এই গোলে বেশি কৃতিত্ব বেনফিকার রক্ষণের। দুইবার সুযোগ পেয়েও বল ক্লিয়ার করতে পারেনি সফরকারীরা। তাতেই ডিয়েগো জোতার পাসে বল জালে পাঠান ফিরমিনো। 

৬৫ মিনিটে আবারও ফিরমিনোর গোল। সিমিকাসের দারুণ ফ্রি-কিকে ভলিতে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান তারকা। ৭৩তম মিনিটে ব্যবধান কমান বেনফিকার রোমান ইয়ারেমচুক। মাঝমাঠ থেকে সতীর্থের থ্রু বল ধরে ডি-বক্সে ঢুকে আলিসনকে কাটিয়ে গোলটি করেন তিনি।

৮০ মিনিটের মাথায় স্কোর সমতা করেন নুনেস। সতীর্থের পাস ধরে ডি-বক্সে ঢুকে আলিসনকে পরাস্ত করেন তিনি। এরপর আর গোল পায়নি কোনো দলই। তাতেই দুই লেগ মিলিয়ে সেমির টিকিট নিশ্চিত করে ইংলিশ জায়ান্টরা।

সেমিফাইনালে লিভারপুলের প্রতিপক্ষ স্প্যানিশ দল ভিয়ারিয়াল। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে যারা হারিয়ে এসেছে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হেরে রেফারির উপর চটেছেন টমাস টুখেল

ম্যাচ হেরে রেফারির উপর চটেছেন টমাস টুখেল

ম্যানচেস্টার সিটি সম্ভবত বিশ্বের সেরা দল: ডিয়েগো সিমিওনে

ম্যানচেস্টার সিটি সম্ভবত বিশ্বের সেরা দল: ডিয়েগো সিমিওনে

বেনজেমার গোল নিয়ে পচেত্তিনোর আপত্তি, ‘এটা অন্যায়’

বেনজেমার গোল নিয়ে পচেত্তিনোর আপত্তি, ‘এটা অন্যায়’

গোলশূন্য ড্রতে অ্যাথলেটিকোকে বিদায় করে সেমিতে ম্যানসিটি

গোলশূন্য ড্রতে অ্যাথলেটিকোকে বিদায় করে সেমিতে ম্যানসিটি