আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৩ পিএম, ১৩ এপ্রিল ২০২২
আট মাস পর ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদশের নারী ফুটবলাররা

এশিয়ান কাপ বাছাইপর্বের পর দীর্ঘদিন ধরেই মাঠের বাইরে আছে বাংলাদেশ নারী ফুটবল দল। এবার সে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। দীর্ঘ আট মাস পর আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বাদ পাবে বাংলাদেশের নারীরা।

চলতি বছরের জুনে ঘরের মাঠে মালয়েশিয়ার বিপক্ষে দুইটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। ২৩ ও ২৬ জুন সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচ দুইটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মহিলা কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।

চলতি বছরের আগস্টে নেপালে বসবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। এর এক মাস পরেই চীনে বাংলাদেশ দল খেলবে এশিয়ান গেমস। এই দুইটি টুর্নামেন্টকে সামনে রেখেই প্রীতি ম্যাচ আয়োজন করছে বাফুফে।

প্রীতি ম্যাচ আয়োজনের ব্যাপারে মাহফুজা আক্তার কিরণ বলেন, “মালয়েশিয়া আমাদের সাথে দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করেছে। ওরা আমাদের কাছে খেলার সূচি জানতে চেয়েছিল। ২৩ ও ২৬ জুন ম্যাচের তারিখ নির্ধারণ করা হয়েছে।”

প্রীতি ম্যাচ দুইটি আন্তর্জাতি টুর্নামেন্টের আগে ভালো কাজে দিবে বলেও বিশ্বাস মাহফুজা আক্তার কিরণের। বলেন, “আগস্ট ও সেপ্টেম্বর দুইটি আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে এই ম্যাচ দুইটি আমাদের মেয়েদের জন্য কাজে দিবে। এছাড়াও র‍্যাঙ্কিংয়ের উন্নতির জন্য আমাদের ম্যাচ খেলা দরকার।”

ফিফা নারী ফুটবল র‍্যাঙ্কিংয়ের বাংলাদেশের অবস্থান ১৪৫। সর্বশেষ তিন আন্তর্জাতিক ম্যাচে একটি গোলই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। জর্ডান, ইরান এবং হংকংয়ের বিরুদ্ধে এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে ১৫ টি গোল খেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতকে ‘ধইরা দিয়ে’ চ্যাম্পিয়ন বাংলাদেশ

ভারতকে ‘ধইরা দিয়ে’ চ্যাম্পিয়ন বাংলাদেশ

‌‘না খেলেই’ এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় পর্বে আবাহনী

‌‘না খেলেই’ এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় পর্বে আবাহনী

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

জিতেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের মেয়েদের

জিতেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের মেয়েদের