রোনালদোর আমন্ত্রণ ফিরিয়ে দিলেন সেই কিশোর ভক্তের মা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০১ পিএম, ১৩ এপ্রিল ২০২২
রোনালদোর আমন্ত্রণ ফিরিয়ে দিলেন সেই কিশোর ভক্তের মা

ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনের বিপক্ষে ম্যাচ হারের পর টানেলে ফেরার পথে এক কিশোর ভক্তের হাতে আঘাত করেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এতে সেই কিশোর আহত হন। ভেঙে যায় তার হাতে থাকা মোবাইলও।

এই ঘটনায় অনুতপ্ত হন পর্তুগিজ তারকা। জ্যাক নামক সেই কিশোরকে ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখারও আমন্ত্রন জানান। তবে রোনালদোর আমন্ত্রণ প্রত্যাখান করেছেন জ্যাক ও তার মা।

সেই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ইন্সট্রাগ্রামে এক পোস্টে ক্ষনাপ্রার্থনা করেন রোনালদো। এরপর জ্যাককে খেলার দেখার আমন্ত্রন জানিয়ে রন লিখেন, ‘আমি আমার ক্ষোভের জন্য ক্ষমা চাইতে চাই। যদি সম্ভব হয়, আমি এই সমর্থককে খেলা দেখার জন্য ওল্ড ট্র্যাফোর্ডে আমন্ত্রণ জানাতে চাই।’

তবে পর্তুজিজ তারকার আমন্ত্রণ প্রত্যাখান করেছেন জ্যাক ও তার মা সারাহ কেলি। তিনি বলেন, ‘আমি বিষয়টাকে অন্যভাবে দেখছি। যদি কেউ আমাদেরকে রাস্তায় লাঞ্ছিত করে এবং রাতের খাবার খেতে যেতে বলে, আমরা নিশ্চয়ই তা করবো না।’

জ্যাকের মা আরও যোগ করেন, ‘শুধু তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর বলেই আমরা তার সাথে দেখা করতে যাবো? মনে হচ্ছে আমরা তার প্রতি ঋণী। কিন্তু আমি দুঃখিত, আমরা তা করবো না।’

সারাহ কেলি আরও বলেন কথ গুলো তার নয়, এগুলো তার ছেলের সিদ্ধান্ত ছিল। তিনি বলেন, ‘আমরা সদয়ভাবে ইউনাইটেড যাওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। কারণ জ্যাক সেখানে যেতে চান না। সে রোনালদোকে দেখতে চায় না। সে এটা বেশ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘এই ঘটনা আমাকে যতটা না প্রভাবিত করেছে তার চেয়ে বেশি জ্যাককে প্রভাবিত করেছে। তাই আমি তার সিদ্ধান্তের জন্য তার কাছেই সবকিছু ছেড়ে দিয়েছি। সে ইউনাইটেড যেতে চায় না, সে রোনালদোকে দেখতে যেতে চায় না।’

এই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। এ বিষয়ে সারাহ কেলির বক্তব্য, ‘আমি এখন যা বলছি তা আমাদের কথা। বাকি সব পুলিশের হাতে। তারা ভালো বুঝবে।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রোনালদো, মোবাইল ভাঙার তদন্তে পুলিশ

ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না রোনালদো, মোবাইল ভাঙার তদন্তে পুলিশ

ভক্তের মোবাইল ভেঙে রোনালদোর দুঃখ প্রকাশ

ভক্তের মোবাইল ভেঙে রোনালদোর দুঃখ প্রকাশ

কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ

কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ

ম্যাচ হেরে ভক্তের মোবাইল ভাঙলেন রোনালদো

ম্যাচ হেরে ভক্তের মোবাইল ভাঙলেন রোনালদো