চলতি ২০২১-২২ মৌসুমের মাঝপথে ছাটাই হন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ওলে গানার সোলসার। এরপরে মৌসুমের বাকি অংশের জন্য নতুন কোচ হিসেবে নিয়োগ পান র্যালফ র্যাংনিক। জানানো হয়, ২০২২-২৩ মৌসুম থেকে নতুন কোচের অধীনে খেলবে রেড ডেভিলরা। আর সেই নতুন সম্ভাব্য কোচ হিসেবে শোনা যাচ্ছে আয়ারক্স কোচ এরিক টেন হ্যাগের নাম।
ওলে গানার সোলসারের ছাটাইয়ের পর ধারণা করা হচ্ছিল নতুন কোচ হিসেবে নিয়োগ পেতে পারেন প্যারিস সেন্ট জার্মেইন কোচ মারিসিও পচেত্তিনো। তবে সবাইকে অবাক করে দিয়ে র্যালফ র্যাংনিকের হাতে দায়িত্ব তুলে দেয় দলটি।
র্যালফ র্যাংনিকের হাতে দায়িত্ব তুলে দিয়ে ইউনাইটেড কর্তৃপক্ষ জানায় শুধু ২০২১-২২ মৌসুমের বাকি অংশেই দায়িত্ব পালন করবেন তিনি। এরপরে ক্রীড়া পরিচালকের দায়িত্ব নিবেন এই কোচ।
তখনও গুঞ্জন ছিল, মৌসুম শেষে মারিসিও পচেত্তিনোর হাতেই দায়িত্ব তুলে দিবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সেটা হচ্ছে না বলে নিশ্চিত করেছে ইংলিশ বিভিন্ন গণমাধ্যম। তারা জানিয়েছে, পচেত্তিনো নয় বরং এরিক টেন হ্যাগের উপর ভরসা রাখতে চাচ্ছে তারা।
তবে খুব সহজেই টেন হ্যাগকে পাচ্ছে না ইংলিশ প্রিমিয়ার লিগের এই দলটি। তাকে আয়াক্স থেকে নিজেদের ডেরায় আনতে হলে দিতে হবে বাই আউট ক্লজের পুরো অর্থ।
কারণ ২০২২-২৩ মৌসুম পর্যন্ত আয়াক্সের সাথে চুক্তিবদ্ধ আছেন এই কোচ। এছাড়াও ইংলিশ গণমাধ্যম আরও জানিয়েছে, দুই পক্ষ প্রাথমিকভাবে কথা পাকাপাকি করে রাখলেও ১৭ এপ্রিলের আগে কোনো ধরনের চুক্তি করবে না দুই পক্ষ। মূলত আয়াক্স এবং টেন হ্যাগের দুই পক্ষের প্রতি সম্মান দেখিয়েই অপেক্ষা করবে ইউনাইটেড কর্তৃপক্ষ।
২০১৭ সালে আয়াক্সের হেড কোচের দায়িত্ব নেন এরিক টেন হ্যাগ। দলটির দায়িত্ব নিয়েই জেতান ডাচ লিগের শিরোপা। শুধু তাই নয়, ডাচ লিগে আয়াক্সকে অপ্রতিরোধ্য করে তুলতেও বড় ভূমিকা রেখেছেন এই কোচ।
আয়াক্স ছাড়াও বায়ার্ন মিউনিখের দ্বিতীয় একাদশ, ডাচ দল এফসি ইউরেখট এবং গো অ্যাহেড ইগলসের দায়িত্বে ছিলেন তিনি। তার অধীনে আয়াক্স এখন পর্যন্ত ২০৯ ম্যাচ খেলে ১৫৫ ম্যাচ জিতেছে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর