মৌসুম শেষে ম্যানসিটিতে থাকছেন না ফার্নান্দিনহো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৪২ পিএম, ১২ এপ্রিল ২০২২
মৌসুম শেষে ম্যানসিটিতে থাকছেন না ফার্নান্দিনহো

দীর্ঘ নয় বছর ধরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মিডফিল্ডের গুরুত্বপূর্ণ ফুটবলার ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দিনহো। এবার সেই জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি। জানিয়েছেন চলতি ২০২১-২২ মৌসুমের পর আর সিটিজেনদের ডেরায় থাকবেন না তিনি।

২০১৩ সালে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ক থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখান এই ব্রাজিলিয়ান। এরপর থেকে খুব বেশি আলোচনায় না থাকলেও ক্লাবটির অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।

এমনকি বয়স ৩৬ পার হলেও এখনো সিটিজেনদের মিডফিল্ডে নিয়মিতই ফার্নান্দিনহোকে দেখা যায়। তবে চলতি মৌসুমের পর আর এখানে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে এই বিষয়টি নিশ্চিত করেছেন ফার্নান্দিনহো নিজেই। জানিয়েছেন মৌসুম শেষে আর সিটিজেনদের হয়ে খেলতে চান না। খুব দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিবেন।

সিটিজেনদের হয়ে এখন পর্যন্ত ৩৭০ ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান। এ সময় ইংলিশ ক্লাবটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ এবং ছয়টি লিগ কাপ জয়ের স্বাদ পেয়েছেন।

সর্বশেষ ২০২০-২১ মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সাথে ফার্নান্দিনহোর চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তবে ওই মৌসুমের শেষে আরও এক বছর সিটিজেনদের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এবার আর সেই পথে হাটতে চাননা এই মিডফিল্ডার।

ফার্নান্দিনহো এই সিদ্ধান্ত জানিয়ে দিলেও এখনও এই বিষয়ে কিছু জানেন না সিটিজেন বস পেপ গার্দিওয়ালা। তিনি বলেন, ‘আমি এখনও কিছু জানি না। দেখা যাক কি হয়। আমরা নিশ্চয় একসাথে বসে কথা বলবো।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রাজিলের কোচ হওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন গার্দিওয়ালা

ব্রাজিলের কোচ হওয়ার খবরকে ‘গুজব’ বলে উড়িয়ে দিলেন গার্দিওয়ালা

তিতের উত্তরসূরি হিসেবে গার্দিওয়ালাকে চায় ব্রাজিল!

তিতের উত্তরসূরি হিসেবে গার্দিওয়ালাকে চায় ব্রাজিল!

ইতিহাদে শিরোপা জয়ের দশকপূর্তিতে উন্মোচিত হবে আগুয়েরোর ভাস্কর্য

ইতিহাদে শিরোপা জয়ের দশকপূর্তিতে উন্মোচিত হবে আগুয়েরোর ভাস্কর্য

দীর্ঘ ১৭ বছর পর চ্যাম্পিয়নস লিগে মাঠে নামলেন কারসন

দীর্ঘ ১৭ বছর পর চ্যাম্পিয়নস লিগে মাঠে নামলেন কারসন