দীর্ঘ নয় বছর ধরে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির মিডফিল্ডের গুরুত্বপূর্ণ ফুটবলার ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দিনহো। এবার সেই জায়গা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিনি। জানিয়েছেন চলতি ২০২১-২২ মৌসুমের পর আর সিটিজেনদের ডেরায় থাকবেন না তিনি।
২০১৩ সালে ইউক্রেনের ক্লাব শাখতার দোনেস্ক থেকে ম্যানচেস্টার সিটিতে নাম লেখান এই ব্রাজিলিয়ান। এরপর থেকে খুব বেশি আলোচনায় না থাকলেও ক্লাবটির অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন এই ব্রাজিলিয়ান ফুটবলার।
এমনকি বয়স ৩৬ পার হলেও এখনো সিটিজেনদের মিডফিল্ডে নিয়মিতই ফার্নান্দিনহোকে দেখা যায়। তবে চলতি মৌসুমের পর আর এখানে না থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের মুখোমুখি হওয়ার আগে এই বিষয়টি নিশ্চিত করেছেন ফার্নান্দিনহো নিজেই। জানিয়েছেন মৌসুম শেষে আর সিটিজেনদের হয়ে খেলতে চান না। খুব দ্রুতই এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিবেন।
Fernandinho announces he will leave Manchester City at the end of the season.
— Fabrizio Romano (@FabrizioRomano) April 12, 2022
He’s not gonna sign a new contract: “I want to play. I will go back to Brazil, for sure. I've decided with my family, it's the most important for me”, Fernandinho said. ???????? #MCFC pic.twitter.com/UbQK0erSQ3
সিটিজেনদের হয়ে এখন পর্যন্ত ৩৭০ ম্যাচ খেলেছেন এই ব্রাজিলিয়ান। এ সময় ইংলিশ ক্লাবটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ এবং ছয়টি লিগ কাপ জয়ের স্বাদ পেয়েছেন।
সর্বশেষ ২০২০-২১ মৌসুম শেষেই ম্যানচেস্টার সিটির সাথে ফার্নান্দিনহোর চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। তবে ওই মৌসুমের শেষে আরও এক বছর সিটিজেনদের হয়ে খেলার সিদ্ধান্ত নেওয়া এক বছরের জন্য চুক্তির মেয়াদ বাড়ানো হয়। এবার আর সেই পথে হাটতে চাননা এই মিডফিল্ডার।
I was 100% honest and spontaneous in answering that question at today's press conference. But anyone who knows me also knows that my greatest honesty is with Man City and my duties as team captain.
— Fernandinho (@fernandinho) April 12, 2022
ফার্নান্দিনহো এই সিদ্ধান্ত জানিয়ে দিলেও এখনও এই বিষয়ে কিছু জানেন না সিটিজেন বস পেপ গার্দিওয়ালা। তিনি বলেন, ‘আমি এখনও কিছু জানি না। দেখা যাক কি হয়। আমরা নিশ্চয় একসাথে বসে কথা বলবো।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর