২০২১-২২ মৌসুমের শুরুতেই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে পাড়ি জমিয়েছিলেন সার্জিও রামোস। এখানে এসে এখনও থিতু হতে পারেননি। ইনজুরির কারণে মৌসুমের বেশিরভাগ সময়ই মাঠের বাইরে কাটাচ্ছেন। এরপরেও আরও পাঁচ বছর পেশাদার ফুটবল খেলতে চান এই ডিফেন্ডার।
বয়সের কোটা ৩৪ পার হওয়ায় সার্জিও রামোসকে এক বছরের জন্য নতুন চুক্তির প্রস্তাব দিয়েছিল রিয়াল মাদ্রিদ। তবে সেই প্রস্তাবে রাজি না হওয়ায় দীর্ঘ এক যুগের সম্পর্ক ছেদ করে পিএসজিতে পাড়ি জমিয়েছেন এই তারকা।
রিয়ালে পাওয়া চোটের কারণে মৌসুমের শুরুতে মাঠে ফিরতে পারেননি। চোট কাটিয়ে মাঠে ফিরলেও একাদশে নিয়মিত হতে পারেননি। ইনজুরির কারণেই আবারও যেতে হয়েছে মাঠের বাইরে।
ইনজুরির কারণে পিএসজির হয়ে চলতি মৌসুমে মাত্র সাত ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন এই স্প্যানিশ ডিফেন্ডার। এর মধ্যে মাত্র তিন ম্যাচে পুরো সময় মাঠে ছিলেন। তবুও আশা করছেন আরও পাঁচ বছর খেলতে পারবেন তিনি।
এই বিষয়ে রামোসের ভাষ্য, ‘শীর্ষ পর্যায়ে আর চার-পাঁচ বছর খেলতে চাই এবং আরেকটা অভিজ্ঞতার স্বাদ পেতে চাই। পিএসজিতে দুই বছর চুক্তি আছে। আমি তিন বছর থাকার চেষ্টা করব এবং এরপর দেখব। আমার শারীরিক অবস্থা যত দিন ভালো আছে, আমার ধারণা, মাথাও ঠিক রাখতে পারব।’
পিএসজির হয়ে নিয়মিত খেলতে না পারায় অনেকে ভেবেছেন এটাই হয়তো ফরাসি ক্লাবটিতে রামোসের প্রথম এবং শেষ মৌসুম। তবে পিএসজিতে এখনও বেশ ভালো অবস্থায় আছেন বলেও জানান তিনি।
রামোস বলেন, ‘এখন আমি ভালো আছি, খুব আনন্দে আছি এবং খেলতে চাই।’
তিনি আরও বলেন, ‘আমি সেরা খেলোয়াড় হওয়ার চেয়ে বিশ্বের সেরা দলে খেলতে চাই। কারণ, দিন শেষে ফুটবল একটা দলীয় খেলা এবং দল হিসেবে জেতার খেলা। বিশ্বের সেরা হওয়ার আগে আমি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ খেলাতেই আগ্রহ পাই বেশি। আর এ জন্য দল হিসেবে কাজ করাটা জরুরি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর