সারা বিশ্ব সড়ক দুর্ঘটনা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। এবার সড়ক দুর্ঘটনার শিকার হলেন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে খেলা কলম্বিয়ান ফুটবলার ফ্রেডি রিনকন। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন রিনকন। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
ঘটনার সূত্রাপাত কলম্বিয়ার সময় সোমবার (১১ এপ্রিল) ভোর ৫ টায়। গাড়ি চালিয়ে এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে যাচ্ছিলেন রিনকন। স্টেডিয়ামের সামনে আসতেই একটি বাসের সঙ্গে রিনকনের গাড়ির সংঘর্ষ হয়।
সংঘর্ষে উভয় গাড়ির যাত্রীরাই কমবেশি আহত হয়েছেন। এদের মধ্যে বাকিদের অবস্থা তেমন গুরুতর না হলেও রিনকনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে।
রিনকনের অবস্থার খবর জানিয়ে কলম্বিয়ার ইমবানাকো ক্লিনিকের চিফ মেডিকেল অফিসার লওরানো কুইন্টেরো বলেছেন, ‘ফ্রেডি রিনকনের স্বাস্থ্যের অবস্থা গুরুতর। তার অবস্থা খুবই সঙ্কটজনক। সার্জারি করার পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হবে।’
রিয়াল মাদ্রিদে খেলা প্রথম কলম্বিয়ান ফিটবলার রিনকন। হোর্হে ভালদানোর অনুরোধে ১৯৯৫ সালের আগস্টে রিয়াল মাদ্রিদে যোগ দেন। রিয়ালে দুই বছর ছিলেন তিনি। এই সময়ে লস ব্লাঙ্কোসদের হয়ে মাত্র ২১টি ম্যাচ খেলছিলেন সাবেক এই কলম্বিয়ান।
কলম্বিয়া জাতীয় দলের হয়ে ৮৫টি ম্যাচ খেলেছেন রিনকন। তাতে গোল করেছেন ১৭টি। জাতীয় দলের হয়ে তিনটি বিশ্বকাপেও অংশগ্রহণ করেছেন সাবেক এই ফুটবলার। তাতে গোল করেছেন মাত্র ১টি। খেলা ছাড়ার পর কোচিং নিয়েই ছিলেন ব্যস্ত ছিলেন রিনকন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি