একটা সময় রিয়াল মাদ্রিদ ছিল ক্রিস্টিয়ানো রোনালদো নির্ভর দল। এরপর আসলেন বেলজিয়াম তারকা গ্যারেথ বেল। সময়ের সাথে রোনালদো ক্লাব ছাড়লেন, বেল থেকেও না থাকার মতো। রিয়ালকে এখন টেনে নিচ্ছেন ফরাসি তারকা করিম বেনজেমা। বেনজেমার উপর নির্ভরশীলতায় লজ্জার কিছু দেখছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ফরাসি তারকাকে নিখুঁত সেন্টার ফরোয়ার্ডের তকমা দিলেন রিয়াল বস।
রোনালদো ক্লাব ছাড়ার আগ পর্যন্ত নিজের ছায়া হয়েই ছিলেন বেনজেমা। রোনালদো জুভেন্টাসে চলে যাওয়ার পর থেকে নিজেকে মেলে ধরতে শুরু করেন তিনি। চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে আছেন ফরাসি তারকা। লা লিগায় চলতি মৌসুমে সর্বোচ্চ ২৪ গোল নিয়ে শীর্ষে আছেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড।
বেনজেমা দারুণ ফর্মে থাকলেও তার বয়সের দিকে তাকিয়ে রিয়াল ভাবছে অন্য কিছু। তার চেষ্টা চালিয়ে যাচ্ছে সময়ের দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ডের মধ্যে যে কাউকে দলে টানার। এদের কেউ দলে যোগ দিলে বেনজেমার ভূমিকা কমে যাওয়ার প্রশ্ন হেসে উড়িয়ে দিলেন আনচেলত্তি।
রিয়াল বস বলেন, ‘আমি দুঃখিত, এর উত্তর দিতে পারছি না। বেনজেমা একজন আধুনিক সেন্টার ফরোয়ার্ড। আগে স্ট্রাইকাররা প্রতিপক্ষের সীমানায় প্রবেশ করতো এবং সেখানে আসা সুযোগগুলো কাজে লাগাতো।’
আনচেলত্তি আরও বলেন, ‘করিম এমন একজন খেলোয়াড়, আধুনিক ফুটবলের সব চাওয়াই যে পূরণ করে। সে এখনকার সময়ে একজন সেন্টার ফরোয়ার্ডের ঠিক কেমন হওয়া উচিত তার এক নিখুঁত উদাহরণ।’
বেনজেমার ওপর নির্ভরতায় কোনো সমস্যা দেখছেন না আনচেলত্তি। তিনি বলেন, ‘আগে ক্রিস্টিয়ানো ছিল, গ্যারেথ ছিল। এখন আমরা বেনজেমার ওপর নির্ভরশীল এটাই সত্যি, লুকানোর কিছু নেই। তার ওপর নির্ভর করতে পেরে আমি খুবই খুশি।’
কথা বলার এক ফাকে আনচেলত্তিকে প্রশ্ন করা হয় যে, তার রিয়াল ছাড়ার সম্ভাবনা আছে কিনা। জবাবে তিনি জানিয়ে দিলেন, অসম্ভব! কেননা রিয়ালের কোচ হওয়ার জন্যই প্রিয় ক্লাব এভারটন ছেড়েছিলেন তিনি। আনচেলত্তি বলেন, ‘মৌসুমের শেষে যদি মাদ্রিদ খুশি হয়, আমি এখন যেমন আছি, থাকবো।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি