লেভানডোভস্কির বার্সেলোনায় যোগ দেওয়া নিশ্চিত!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০১ পিএম, ১১ এপ্রিল ২০২২
লেভানডোভস্কির বার্সেলোনায় যোগ দেওয়া নিশ্চিত!

বেশ কিছুদিন ধরেই ইউরোপিয়ান ফুটবলে গুঞ্জন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে যাচ্ছেন তারকা ফুটবলার রবার্ট লেভানডোস্কি। তবে এই গুঞ্জনের পক্ষে ছিল না নিশ্চিত কোনো তথ্য। অবশেষে সেই গোপন তথ্য ফাঁস করেছে পোল্যান্ডের গণমাধ্যম। তারা জানিয়েছে, বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করে ফেলেছেন লেভানডোস্কি।

পোল্যান্ডের গণমাধ্যমগুলো জানাচ্ছে এই পোলিশ স্ট্রাইকার বার্সেলোনায় যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত করে ফেলেছে। আর এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে লেভানডোস্কির পরিবারের সদস্যরা।

এর আগে লেভানডোস্কির বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জন শোনা গেলেও এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিলো না। এমনকি ইউরোপের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, বার্সেলোনার এই আর্থিক অবস্থার মধ্যে লেভানডোস্কিকে কোনোভাবেই দলে ভেড়াতে পারবে না। আর ক্যারিয়ারে শেষ চুক্তিতে বড় ধরনের অঙ্ক দাবি করতে পারেন এই পোলিশ তারকা। এমন সব সম্ভাবনার কথা বলে লেভানডোস্কির বার্সেলোনায় যোগ দেওয়ার ব্যাপারটি উড়িয়ে দিয়েছিল। 

তবে এবার বেশ নড়েচড়ে বসেছে ইউরোপিয়ান শীর্ষ গণমাধ্যমগুলো। তাদের মতে এই সময়ের মধ্যে বার্সেলোনায় যোগ দিতে কোনো বাঁধা নেই লেভানডোস্কির।

বায়ার্নের সাথে এক বছরের চুক্তি বাকি থাকলেও লেভানডোস্কিকে দলে ভেড়াতে বার্সেলোনাকে বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে না। ওয়েবস্টার নিয়ম অনুযায়ী, লেভানডোস্কির এক মৌসুমের বেতন পুরোটা ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। এই হিসেবে মাত্র ২৩ মিলিয়ন ইউরোত খরচ করলেই লেভানডোস্কিকে দলে নিতে পারবে কাতালান ক্লাবটি!

বার্সেলোনার কোচ হিসেবে জাভির দায়িত্ব নেওয়ার পর দল-বদলের বাজারে বেশ চমক দেখাচ্ছে বার্সেলোনা। ফেরান তোরেস, পিয়েরে এমেরিক অবামেয়াংয়ের মতো ফুটবলারদের বিনা ট্রান্সফার ফিতে দলে ভিড়িয়েছে তারা। এর ফলও হাতে নাতে পাচ্ছে দলটি। লা লিগার পয়েন্ট টেবিলে বার্সেলোনা অবস্থান দুই নম্বরে।

এদিকে কিছু জার্মান গণমাধ্যমের খবর এখনও বার্সেলোনার সাথে এই বিষয়ে কোন ধরনের আলোচনায় করেননি লেভানডোস্কি। এমনকি চুক্তির মেয়াদ বাড়িয়ে বাভারিয়ানদের ডেরাতেই থাকবেন বলে আশাবাদী মিউনিখের দলটি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপে মরক্কোর ‘আশার আলো’ পাঁচ তারকা

কাতার বিশ্বকাপে মরক্কোর ‘আশার আলো’ পাঁচ তারকা

রিয়াল মাদ্রিদের ‘পয়েন্ট হারানোর’ অপেক্ষায় বার্সা জাভি

রিয়াল মাদ্রিদের ‘পয়েন্ট হারানোর’ অপেক্ষায় বার্সা জাভি

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ

ড্র ম্যাচের মাঠ নিয়ে জাভির অভিযোগ

ড্র ম্যাচের মাঠ নিয়ে জাভির অভিযোগ