‌‘না খেলেই’ এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় পর্বে আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ১১ এপ্রিল ২০২২
‌‘না খেলেই’ এএফসি কাপের প্লে-অফের দ্বিতীয় পর্বে আবাহনী

একদিন আগে থেকেই গুঞ্জন উঠেছিল বাংলাদেশে এএফসি কাপের প্লে অফ থেকে আসছে না মালদ্বীপের ক্লাব ভ্যালেন্সিয়া। সেই গুঞ্জনই সত্যি হয়েছে, আর্থিক সমস্যার কারণে প্লে অফ থেকে বাংলাদেশ আসবে না ভ্যালেন্সিয়া। তাই নিয়ম অনুযায়ী ওয়াক ওভার পেয়ে প্লে অফের দ্বিতীয় পর্বে উঠে গেল আবাহনী।

মঙ্গলবার (১২ এপ্রিল) সিলেট জেলা স্টেডিয়ামে আবাহনী এবং ভ্যালেন্সিয়ার মাঠে নামার কথা ছিল। তবে আর্থিক সমস্যার কারণ দেখিয়ে বাংলাদেশে না আসায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে না। আর এএফসির নিয়ম অনুযায়ী এই ম্যাচে ওয়াকওভার পেয়ে দ্বিতীয় পর্বে উঠে গেল ঢাকা আবাহনী।

সোমবার (১১ এপ্রিল) এএফসি কাপ খেলতে ভ্যালেন্সিয়ার না আসার বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। 

তিনি বলেন, ‘ভেন্যুতে (সিলেট) আজ দুপুর আড়াইটায় আমাদের যারা ম্যাচ অফিশিয়াল ছিলেন, আমাদের দেশ থেকে অংশগ্রহনকারী দল আবাহনী লিমিটেডসহ সকলের উপস্থিতিতে ম্যাচ কমিশনার  জানান, খেলাটি আয়োজন করা সম্ভব হচ্ছে না। বিষয়টি তিনি সবাইকে নিশ্চিত করেছেন।’

অবশ্য এর আগে থেকেই ভ্যালেন্সিয়ার বাংলাদেশে না আসার গুঞ্জন তৈরি হয়েছিল। এমনকি ভ্যালেন্সিয়া বাংলাদেশে আসবে এই বিষয়টি মৌখিকভাবে জানিয়েও দিয়েছিল বলে জানান আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। 

এএফসি কাপ থেকে দলগুলোর বাদ পড়ার বিষয়টি নতুন কিছু নয়। সর্বশেষ আসরে প্রাণঘাতী করোনাভাইরাসের থাবায় আবাহনীকে বাদ দিয়েছিল এএফসি।

এএফসি কাপে ওয়াকওভার পেলেও আবাহনী এখনই মূল পর্বে খেলতে পারছে না। মূল পর্বে খেলতে হলে প্লে অফের ফাইনালে তাদেরকে লড়তে হবে ভারতের মোহনবাগান এবং শ্রীলঙ্কার ব্লু স্টারের মধ্যকার ম্যাচের জয়ী দলেরে বিপক্ষে। এই ম্যাচ জিতলে তবেই মূল পর্বে খেলতে পারবে আবাহনী।

 প্লে অফ বাঁধা পেরিয়ে গেলে ‘ডি’ গ্রুপে জায়গা পাবে আবাহনী। সেখানে আগে থেকেই আছে বাংলাদেশের লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ভারতের গোকুলাম কেরালা ও মালদ্বীপের মাজিয়া স্পোর্টস।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিমিয়ার লিগ ফুটবলে মধ্যবর্তী দল-বদল ১২ দিন

প্রিমিয়ার লিগ ফুটবলে মধ্যবর্তী দল-বদল ১২ দিন

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

ফুটবল মাঠে স্বাধীনতার সংগ্রাম

জামাল-সাবিনাদের পিপাসা মেটানোর দায়িত্ব নিলো পুষ্টি

জামাল-সাবিনাদের পিপাসা মেটানোর দায়িত্ব নিলো পুষ্টি

এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে জামাল-তপুরা

এশিয়ান কাপ বাছাইয়ে কঠিন গ্রুপে জামাল-তপুরা