রিয়াল মাদ্রিদের ‘পয়েন্ট হারানোর’ অপেক্ষায় বার্সা জাভি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১১ এপ্রিল ২০২২
রিয়াল মাদ্রিদের ‘পয়েন্ট হারানোর’ অপেক্ষায় বার্সা জাভি

লেভান্তের ঘরের মাঠে তাদের বিপক্ষে জয় তুলে নিয়েছে বার্সেলোনা। ড্র করতে করতে ম্যাচ নিজেদের করে নিয়েছে কাতালান ক্লাবটি। এই ম্যাচে জয়ের পরেই জাভির অপেক্ষা এখন রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানোর জন্য। ১২ পয়েন্টের ব্যবধান থাকলেও এখনই লা লিগার শিরোপা স্বপ্ন এখনও বিসর্জন দিতে ইচ্ছুক নন জাভি।

রোববার (১০ এপ্রিল) লেভান্তের বিপক্ষে ম্যাচে ৩-২ গোলে জয় পায় বার্সেলোনা। বহু কাঙ্খিত এই জয় পেয়ে বেশ আনন্দিত কোচ জাভি। এই জয়ের পর দলের ফুটবলারদের প্রশংসা করতে ভোলেননি তিনি।

বলেন, ‘তিনটি পেনাল্টি দেওয়ার পরও জয় পেয়েছি, এটিই তুলে ধরে আমরা কতটা লড়াকু এবং জয়ী মানসিকতার দল।’

লেভান্তের বিপক্ষে বার্সেলোনার পয়েন্ট হারানোর বিষয় বেশ সাধারণ ঘটনা। সর্বশেষ কয়েক বছরে এই লেভান্তের কাছেই সবচেয়ে বেশি পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। তাই এই ম্যাচ জেতার পর একটু বেশিই উচ্ছ্বসিত জাভি।

তিনি বলেন, ‘এই ম্যাচটি নিয়ে আমার দুর্ভাবনা ছিল, কারণ লেভান্তে প্রতিপক্ষ হিসেবে খুব কঠিন। তাদের দারুণ কিছু ফুটবলার আছে এবং আতলেতিকো মাদ্রিদ, ভিয়ারিয়ালের মতো দলকে তারা হারিয়েছে। স্বর্ণালী তিনটি পয়েন্ট পেয়েছি আমরা, যা আমাদেরকে লড়াইয়ে রাখছে।’

লেভান্তেকে ৩-২ গোলে হারিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। এ সময় এক নম্বরে থাকা রিয়ালের সাথে পয়েন্ট ব্যবধান ১২! যদিও রিয়াল একটি ম্যাচ বেশি খেলেছেন। তবুও এখনও হাল ছাড়তে চান না জাভি।

তার ভাষ্যমতে ‘আমরা জানি, এটা কঠিন। কারণ রিয়াল মাদ্রিদ খুব কমই হোঁচট খায়। আগামী দুই সপ্তাহে যদি ওরা কিছু পয়েন্ট হারায়, তাহলে আমরা আরেকটু বেশি করে বিশ্বাস করতে শুরু করব।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ

আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ

ড্র ম্যাচের মাঠ নিয়ে জাভির অভিযোগ

ড্র ম্যাচের মাঠ নিয়ে জাভির অভিযোগ

লেভানডোভস্কির সিদ্ধান্তের অপেক্ষায় আত্মবিশ্বাসী বার্সা

লেভানডোভস্কির সিদ্ধান্তের অপেক্ষায় আত্মবিশ্বাসী বার্সা

কঠোর পরিশ্রম করলে দেম্বেলে বিশ্বসেরা হতে পারবে: জাভি

কঠোর পরিশ্রম করলে দেম্বেলে বিশ্বসেরা হতে পারবে: জাভি