এই ম্যাচ নিয়ে শুরু থেকেই উত্তেজনার কোনো কমতি ছিল না। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই বলে কথা। আক্রমণের পসরা মেলে দুইবার এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। প্রতিবারই ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরালো লিভারপুল। তাতে ২-২ গোলের ড্রতে পয়েন্ট ভাগাভাগিতে শষ হলো ম্যানসিটি-লিভারপুল মহারণ।
বাংলাদেশ সময় রোববার (১০ এপ্রিল) দিবাগত রাতে ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল। ম্যাচের শুরুতেই সুবর্ণ সুযোগ হাতাছাড়া করেন সিটির রাহিম স্টার্লিং। পঞ্চম মিনিটের মাথায় গাব্রিয়েল জেসুসের পাসে ডি-বক্স ফাঁকা পেয়েও আলিসন বেকারকে পরাস্ত করতে পারেনি স্টার্লিং।
এর কয়েক সেকেন্ড পরই এগিয়ে যায় সিটিজেনরা। বার্নার্দো সিলভা ফ্রি কিকে বল বাড়ান কেভিন ডি ব্রুইনকে। একজনকে এড়িয়ে সজোরে শট নিয়েছিলেন বেলজিয়ান তারকা। লিভারপুল ডিফেন্ডার জোয়েল মাতিপের পায়ে লেগে বল জড়িয়ে যায় জালে।
গোল খেয়ে মরিয়া ওঠে জার্গেন ক্লপের শিষ্যরা। জবাবটা আসে ম্যাচের ১৩তম মিনিটে। হেডে বল ক্লিয়ার করতে পারেননি এমেরিক লাপোর্তা। তাতে অ্যান্ড্রু রবার্টসন হয়ে বল পান ভার্জিল ফন ডাইক। তার মাপা ক্রসে বাকি কাজ সারেন পর্তুগিজ ফরোয়ার্ড ডিয়োগো জোতা।
প্রথমার্ধের বিরতির আগে ৩৭ মিনিটে ভালো সুযোগ পায় সিটি। কাজে লাগাতে ভুল করলেন না জেসুস। ফন ডাইকের বদৌলতে বল পেয়ে ডি-বক্সে বাড়ান ক্যানসেলো। সেই বল ধরে দুর্দান্ত এক ভলিতে লিভারপুলের জাল কাঁপিয়ে দেন জেসুস।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই আবারও লিভারপুলের চমক। ৪৭ মিনিটে সমতায় ফেরে তারা। ফন ডাইকের পাস মোহামেদ সালাহর পা ছুঁয়ে খুঁজে নেয় ডি-বক্সে ওত পেতে থাকা সাদিও মানেকে। এডারসনকে পরাস্ত করতে মোটেও বেগ পেতে হয়নি সাদিও মানের।
এরপর কয়েকটি সুযোগ আসলেও কাজে লাগাতে পারেনি কোনো দলই। ফলে এক পয়েন্ট করে নিয়েই খুশি থাকতে হয় দুই দলকে। এই ড্রয়ে পয়েন্টের ব্যবধান সেই একই রইলো। তিন নম্বরে থাকা চেলসির পয়েন্ট ৩০ ম্যাচে ৬২। ৩১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চারে আছে টটেনহ্যাম হটস্পার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি