ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকেই দেশের টানে ইউক্রেনের সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন সে দেশের অনেক ক্রীড়াবিদ। এদের মধ্যে ফুটবলার থেকে শুরু করে আছেন টেনিস তারকারাও। এবার এই দলে নাম লেখালেন ব্যালন ডি’অর জয়ী সাবেক ইউক্রেনীয় ফুটবলার ইগর বেলানভ।
বেলানভ ইউক্রেনের (পূর্বে সোভিয়েত ইউনিয়ন) জাতীয় দলের হয়ে ছাড়াও দীর্ঘ সময় ধরে ইউক্রেনের শীর্ষ ক্লাব ডায়নামো কিয়েভের হয়ে খেলেছিলেন। কিয়েভের হয়ে আটটি শিরোপাও জিতেছেন সাবেক এই ফুটবলার। ১৯৮৬ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর।
দেশের বর্তমান পরিস্থিতি আর ঘরে বসিয়ে রাখতে পারেনি ৬১ বছর বয়সী সাবেক এই ফুটবলারকে। তার সঙ্গে ইউক্রেন সেনাবাহিনীতে যোগ দিয়েছেন আরও দুই সাবেক ফুটবলার ওলেহ ব্লোখিন ও আন্দ্রি শেভচেঙ্কো।
বুধবার (৬ এপ্রিল) সাবেক এই তারকা ফুটবলার তার নিজ শহর ওডেসা পরিদর্শন করেন। সে সময় তিনি ইউক্রেনীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আন্দ্রি পাভেলকোর সাথে দেখা করেছিলেন। তার দু’জন মিলে বিভিন্ন সামরিক গোষ্ঠীর সাথে কথা বলে সাহায্য ও উপহার দিয়েছেন।
অস্ত্র হাতে দেশের ডাকে ঝাপিয়ে পরার জন্য বেলানভ ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রশংসা করেছেন। তিনি নিজেও বন্দুক হাতে অন্যান্য সৈন্যদের সাথে ছবি তুলেছেন। সেগুলো ফেসবুকে পোস্ট করেছেন বেলানভ।
তিনি লিখেছেন, ‘আশ্চর্যজনক সাহস ও অক্ষয় লড়াইয়ের মনোভাব। এই সব এবং আরও অনেক ইউক্রেনের সশস্ত্র বাহিনী আমাদের সৈন্যদের বৈশিষ্ট্য। আমরা আপনাদের সাথে আছি।’
ওডেসায় জন্মগ্রহণকারী বেলানভ ক্যারিয়ারে ৩৩ বার সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করছেন। ১৯৮৬ সালে উইনার্স কাপ ফাইনালে ফাইনালে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ডায়নাম কিয়েভকে ৩-০ গোলে জিততে সাহায্য করার পর তিনি ব্যালন ডি’অর লাভ করেন।
স্পোর্টসমেইল২৪/এএইচবি