ম্যাচ হেরে খেলোয়াড়দের সমালোচনা করলেন রাংনিক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৫৩ পিএম, ১০ এপ্রিল ২০২২
ম্যাচ হেরে খেলোয়াড়দের সমালোচনা করলেন রাংনিক

ইংলিশ প্রিমিয়ার লিগে নিচের সারির দল এভারটনের বিপক্ষে ম্যাচ হেরে অঘটনের শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। এমন হারে খেলোয়াড়দের সমালোচনা করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ রালফ রাংনিক। গোল খাওয়ার পর খেলোয়াড়রা ধরে খেলছিল বলে ক্ষেপেছেন তিনি।

শনিবার রাতে এভারটনের বিপক্ষে ম্যাচে খুঁজেই পাওয়া যায়নি ম্যানইউকে। এই ফাঁকেই সুযোগ নিয়ে এভারটনকে জয়সূচক গোলটি এনে দেন অ্যান্থনি গর্ডন। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রোনালদোরা।

রাংনিকের অভিযোগ, খেলোয়াড়রা ঘুরে দাঁড়ানোর চেষ্টাই করেননি। ম্যানইউ বস বলেন, ‘ওরা যখন প্রথম গোলটি করে, তখনি আমরা ধৈর্য্য হারিয়ে ফেলেছি। আত্মবিশ্বাসের কিছুটাও। তাই আর ঘুরে দাঁড়াতে পারিনি।’

তিনি যোগ করেন, ‘যখনই আমরা প্রথম গোল করি,তারপরই খেই হারিয়ে ফেলি। অতীতে এভাবেই জিতেছি। আমি মনে করি আমাদের যথেষ্ট আত্মবিশ্বাস ছিল। তাও এই ম্যাচে ঘুরে দাঁড়াতে পারলাম না।’

এভারটনকেও কৃতিত্ব দিলেন রাংনিক। তিনি বলেন, ‘এভারটনের প্রতি সকল সম্মান। তাদের একটি ভালো দল আছে। কিন্তু বার্নলির বিপক্ষে তিন গোল খাওয়া দলের বিপক্ষে যদি আপনি একটি গোলও করতে না পারেন তবে সকল আশা ছেড়ে দেন। এটাই করা উচিত।’

এভারটনের বিপক্ষে হারে কার্যত চ্যাম্পিয়নস লিগে আগামী আসরে ম্যানইউর অংশগ্রহণ শঙ্কায় পরে গেল। ইংলিশ প্রিমিয়ার লিগে তো সেরা চার থেকেই ছিটকে গেল রালফ রাংনিকের দল। বলতে গেলে সব ধরনের প্রতিযোগিতা থেকে এ বছর শূন্য হাতে ফিরতে হচ্ছে ইংলিশ ক্লাবটিকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

ম্যাচ হেরে ভক্তের মোবাইল ভাঙলেন রোনালদো

ম্যাচ হেরে ভক্তের মোবাইল ভাঙলেন রোনালদো

সাউথাম্পটনকে গোলবন্যায় ভাসালো চেলসি

সাউথাম্পটনকে গোলবন্যায় ভাসালো চেলসি

প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ

সালাহ’র চুক্তির অবস্থা দেখে ‘খুশি’ লিভারপুলের কোচ ক্লপ