কাতার বিশ্বকাপের গ্রুপ পর্বে পর্তুগালকে মোকাবেলা করবে দক্ষিণ কোরিয়া। দেশটির ফুটবল কোচ পাওলো বেনটো মনে করেন, পর্তুগাল মোটেও ওয়ান-ম্যান টিম নয়। ক্রিস্টিয়ানো রোনালদোর ছাড়াও দলে আরও বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন, যাদের সমীহ না করার কোন উপায় নেই।
৩৭ বছর বয়সী ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড রোনানালদো সম্পর্কে অজানা কিছুই নেই বেনটোর কাছে। ২০১০-২০১৪ সাল পর্যন্ত পর্তুগালের জাতীয় দলের কোচ ছিলেন বেনটো। যে কারণে রোনালদো ছাড়াও আরও বেশ কিছু খেলোয়াড় সম্পর্কে বেশ ভালোভাবেই জানেন পর্তুগীজ এ কোচ।
সাবেক ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের সাথে কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে দক্ষিণ কোরিয়ার আরও দুই প্রতিপক্ষ হলো- ঘানা ও উরুগুয়ে। ফলে কাতার বিশ্বকাপের এইচ গ্রুপে পড়া পর্তুগাল তুলনামূলক অন্যান্য গ্রুপের চেয়ে সহজ প্রতিপক্ষই পেয়েছে বলা বলা হচ্ছে।
বেনটো বলেছেন, “এ মুহূর্তে আমাদের শঙ্কা শুধুমাত্র একজন খেলোয়াড় হতে পারে না। আমি মনে করি পুরো পর্তুগাল দলই বেশ শক্তিশালী। সবাই জানে রোনালদো বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। কিন্তু আমাদের পুরো দল নিয়েই চিন্তা করতে হবে।”
তিনি আরও বলেন, “বর্তমান দলটিতে এমন কিছু খেলোয়াড় আছে যারা বিভিন্ন দিক থেকে নিজেদের প্রমাণ করেছে। বিশেষ করে ইউরোপের গুরুত্বপূর্ণ সব লিগগুলোতে খেলার কারণে পর্তুগালের খেলোয়াড়রা এখন বেশ পরিণত।”
আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া রোনালদো এ নিয়ে পঞ্চম বিশ্বকাপে মাঠে নামতে যাচ্ছেন। দক্ষিণ কোরিয়াও টানা ১০ম বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।
এশিয়ান প্রাক-বাছাইপর্বে গ্রুপ-এ থেকে সহজেই পরের রাউন্ডে উঠেছিল বেনটোর দল। তবে বাছাইপর্বের শেষ রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের কাছে ১-০ গোলে পরাজিত হয়ে ইরানের পরে দ্বিতীয় স্থান লাভ করে।
বেনটো বলেন, “একটি দল হিসেবে নিজেদের গড়ে তুলতে বাছাইপর্বে আমাদের বেশ সমস্যার মুখোমুখি হতে হয়েছে। একই সাথে ওই মুহূর্তগুলোতে টেকনিক্যালভাবেই আমরা বেশ সমৃদ্ধ হয়েছিল। সম্ভাব্য সেরা উপায়ে নিজেদের গড়ে তোলার আইডিয়া খুঁজে পেয়েছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নিজেদের ওপর আস্থা ও বিশ্বাস বেড়েছে। বিশ্বকাপের মতো সর্বোচ্চ আসরে খেলতে গেলে যা খুবই গুরুত্বপূর্ণ।”
স্পোর্টসমেইল২৪/আরএস