আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৯ এপ্রিল ২০২২
আমি হ্যাল্যান্ড নয়, এমবাপের জন্য টাকা খরচ করতে রাজি : দানি আলভেজ

ফুটবল পাড়ার চারদিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন কিলিয়ান এমবাপে আর আর্লিং হ্যাল্যান্ড। এবার এই দুই তারকাকে নিয়ে আলোচনায় যোগ দিলেন বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজও। আলভেজের মতে, টাকা যদি করচ করতেই হয় তবে সেটা তিনি এমবাপের জন্যই করবেন, হ্যাল্যান্ড নয়।

শৈশব থেকেই বার্সেলোনায় বড় হয়েছেন আলভেজ। মাঝে কাতালান পাড়া ছেড়ে গেলেও আবার বার্সেলোনায় ফিরে এসেছেন তিনি। খেলার মাঠ হোক কিংবা ড্রেসিংরুম উভয় জায়গাতেই নিজেকে একজন নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছেন অভিজ্ঞ এই তারকা।

দুটি স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেয়া বিবৃতিতে আলভেজ বলেন, ‘আমি হ্যাল্যান্ডের জন্য এতো কিছু করতে যাবো না। সত্যি বলতে আমি তার জন্য খুব বেশি টাকা খরচ করব না। আমার লক্ষ্য হবে সেরা।’

৩৮ বছর বয়সী এই তারকা ফুটবলার বলেন, ‘এটা হতে পারে এমবাপে কিন্তু হ্যাল্যান্ড নয়। আমি যদি স্পোর্টিং ডিরেক্টর থাকি, তবে আমি প্রথমে এমবাপের পক্ষে যাব। আমি মনে করি সে প্রতিটি দিক থেকে পরিপূর্ন একজন খেলোয়াড়।’

আলভেজ আরও বলে, ‘আপনি একটি বিশাল বিনিয়োগ করতে যান, তবে সেটা হতে হবে সেরা। যদি এটি আমার উপর নির্ভর করতো তবে আমি এমবাপের জন্য যেতাম। এই মুহূর্তে ফুটবলে তার চেয়ে ভালো আর কেউ নেই।’

আলভেস রাইটব্যাকে নিজের অবস্থানে খেলার জন্য তার পছন্দের কথাও বলেছেন। তিনি বলেন, ‘আমি লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে অনেক পছন্দ করি। আশরাফ হাকিমিকেও অনেক পছন্দ করি। সে যা করে তা আমার বেশ পছন্দ।’

বর্তমানে ইউরোপা লিগের ম্যাচ নিয়ে ব্যস্ত বার্সেলোনা। তবে ইউরোপা লিগের জন্য নিবন্ধিত না হওয়ায় বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে খেলবেন না আলভেজ। এই সপ্তাহেই লা লিগার,ম্যাচে লেভান্তের বিপক্ষে তাকে বার্সার একাদশে দেখা যেতে পারে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

পিএসজিতে ‘উপভোগ’ করছেন না মেসি : দানি আলভেজ

নিয়ম জটিলতায় আলভেসকেই বাদ দিলো বার্সেলোনা

নিয়ম জটিলতায় আলভেসকেই বাদ দিলো বার্সেলোনা

আলভেসের ‘কাছাকাছি’ যেতে চান মেসি!

আলভেসের ‘কাছাকাছি’ যেতে চান মেসি!

পিএসজি ‘ছাড়া নিয়ে’ এমবাপের যত কথন

পিএসজি ‘ছাড়া নিয়ে’ এমবাপের যত কথন