ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে জার্মান ক্লাব ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে ড্র করেছে বার্সেলোনা। পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করে ফিরেছে জাভির দল। এরপরেই ম্যাচ শেষে মাঠ নিয়ে অভিযোগ তোলেন কাতালান ক্লাবটির কোচ জাভি। তিনি জানান, মাঠের অবস্থা খুবটা ভালো ছিল না।
ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে শুরু থেকেই বেশ পিছিয়ে ছিল বার্সেলোনা। ম্যাচের ২২তম মিনিটেই ইনজুরির কারণে মাঠের বাইরে চলে যান অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় শেষ হইলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ফ্র্যাঙ্কফুর্ট।
৪৮ মিনিটের গোলে এগিয়ে যায় জার্মান ক্লাবটি। পরে অবশ্য সমতায় ফেরে বার্সেলোনা। তবে শেষ পর্যন্ত ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় কাতালান দলটিকে।
এ ম্যাচের পর বার্সেলোনা কোচ জাভি অভিযোগ করেন মাঠের অবস্থা ভালো ছিল না। তিনি বলেন, ‘পিচের অবস্থা খুব একটা ভালো ছিল না বৃহস্পতিবার ন্যু ক্যাম্পকে প্রেশার কুকার হতেই হবে।’
তিনি আরও বলেন, ‘এই মাঠে খেলা কঠিন, মাঠটি (খেলার জন্য) ত্রুটিপূর্ণ। মাঠে ঘাসের অবস্থা খুব ভালো ছিল না এবং এটা আমাদের কাজ কঠিন করে তুলেছিল।’
এরপরেও নিজের দলের পারফর্মেন্স নিয়ে আফসোস করেছেন বার্সা কোচ। বলেন, ‘আমরা আমাদের মানে খেলতে পারিনি আজ। স্বাভাবিকের চেয়ে কম সুযোগ সৃষ্টি করেছি আমরা। তবে ম্যাচের ফলাফল নিয়ে আমরা খুশি।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর