চলতি বছরেই মাঠে গড়াবে নারীদের কোপা আমেরিকা। এই টুর্নামেন্টে একই গ্রুপে পড়েছে আর্জেন্টিনা এবং ব্রাজিল। দুই দলই একই ‘বি’ গ্রুপে খেলবে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্যারাগুয়ের আসুনসিওনেতে অনুষ্ঠিত হয় এবারের কোপা আমেরিকার ড্র। সেখানেই জানা যায়, ‘বি’ গ্রুপে খেলবে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশ।
নারীদের কোপা আমেরিকায় অংশ নিবে ১০ দল। সেখানে দলগুলোকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। কলম্বিয়াতে বসবে এবারের আসর।
কোপা আমেরিকার ‘এ’ গ্রুপে জায়গা পেয়েছে কলম্বিয়া, চিলি, ইকুয়েডর, পারাগুয়ে এবং বলিভিয়া। ‘বি’ গ্রুপে জায়গা পেয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা এবং উরুগুয়ে।
চলতি বছরের ৮ জুলাই থেকে কম্বিয়াতে অনুষ্ঠিত হবে নারীদের কোপা আমেরিকা। দুই ধাপে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। প্রথম ধাপে অনুষ্ঠিত দুই গ্রুপ থেকে শীর্ষ তিন দলকে জায়গা করে দেওয়া হবে চূড়ান্ত ধাপে।
চূড়ান্ত ধাপে জায়গা পাওয়া দলগুলোকে নিয়ে সেমিফাইনাল এবং শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন করা হবে। আর কোপা আমেরিকার এবারের চ্যাম্পিয়ন, রানার্স আপ এবং তৃতীয় দল সুযোগ পাবে পরবর্তী নারী ফুটবল বিশ্বকাপে খেলার।
২০২৩ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে নারী ফুটবল বিশ্বকাপ। সেই বিশ্বকাপে ল্যাটিন আমেরিকা অঞ্চল থেকে সরাসরি সুযোগ পাবে তিন দল। আর চতুর্থ আর পঞ্চম দলের সামনে থাকবে প্লে অফ থেকে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার সুযোগ।
এবারের কোপা আমেরিকাতে প্রাইজমানিও বাড়িয়েছে কনমেবল। চ্যাম্পিয়ন দলকে দেওয়া হবে ১৫ লাখ ডলার। আর রানার্স আপ দল পাবে ৫ লাখ ডলার।
নারীদের কোপা আমেরিকার আট আসরের সাতবারই চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর ২০০৬ সালে একবারের জন্য কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছিল আর্জেন্টিনা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর