নিলামে উঠা ম্যারাডোনার জার্সি নিয়ে বিতর্ক!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:২৮ পিএম, ০৮ এপ্রিল ২০২২
নিলামে উঠা ম্যারাডোনার জার্সি নিয়ে বিতর্ক!

ম্যারাডোনা মানেই বিতর্ক। মৃত্যুর পর তাকে নিয়ে বিতর্কের সমাপ্তি নেই। এবার নতুন বিতর্ক উঠেছে তার জার্সি নিয়ে। সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে, ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে যে জার্সি পড়ে খেলেছিলেন সেটা নিলামে উঠবে। জানানো হয়েছে, ওই জার্সি পড়েই ‘হ্যান্ড অব গড’ করেছিলেন তিনি। নিলামে উঠা সেই জার্সি সঠিক নয় বলে জানিয়েছেন তার কন্যা ডালমা ম্যারাডোনা।

সম্প্রতি ইংল্যান্ডের নিলামকারী প্রতিষ্টনা সেথোবি জানিয়েছে, ইংল্যান্ডের বিপক্ষে করা ‘হ্যান্ড অব গড’ গোল যে জার্সি পড়ে করেছিলেন সেটা নিলামে উঠানো হবে। সেই ঘোষণার পর ডালমা ম্যারাডোনা এক বিবৃতি জানিয়েছেন, নিলামে উঠা ওই জার্সি পড়ে তার বাবা ‘হ্যান্ড অব গড’ করেননি।

তিনি জানিয়েছেন, ম্যারাডোনার যেই জার্সি নিলামে উঠেছে সেটা ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচের প্রথমার্ধে পড়েছিলেন। সে সময় ওই গোল করেননি তিনি।

১৯৮৬ মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে দুই গোল করেছিলেন ম্যারাডোনা। ম্যাচের দ্বিতীয়ার্ধেই হয় ওই দুই গোল। গোল দুইটি পরিচিত পেয়েছে যথাক্রমে ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে।

ম্যারাডোনার মেয়ের ওই দাবির পর ওই ম্যাচ খেলা ইংলিশ ফুটবলার স্টিভ হজ জানিয়েছেন, ম্যাচ শেষে তিনি ওই জার্সি বদল করেছিলেন। আর তিনিই ম্যারাডোনার ওই জার্সি নিলামে তুলেছেন।

নিলামকারী প্রতিষ্ঠান সোথেবি জানিয়েছে, ‘তারা সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা শেষেই জার্সি নিলামে তোলার ঘোষণা দিয়েছে। তাই এখানে ভুলের কোনো সুযোগ নেই।’

তারা আরও জানিয়েছে, ‘ম্যারাডোনা নিজেই জানিয়েছে ম্যাচ শেষে স্টিভ হজের সাথে সে জার্সি বদল করেছিল। তাই এখানে ভুলের কোনো সুযোগ নেই।’

এছাড়াও তাদের বিবৃতিতে জানানো হয়েছে, ম্যারাডোনার এই জার্সিটি সর্বশেষ দুই যুগ ইংল্যান্ডের জাতীয় ফুটবল জাদুঘরের প্রদর্শন করা হয়েছে। সেখানে অসংখ্য মানুষ এই জার্সিটি দেখেছে।

অবশ্য সোথেবির ভুলের ঘটনা এই প্রথম না। এর আগে ২০১৮ সালে ১৯৯৮ বিশ্বকাপের জিদানের জার্সি নিলামে তুলেছে তারা। তবে প্রমাণিত ওই জার্সি পড়ে ১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে খেলতে নামেননি জিদান। পরবর্তীতে ওই নিলাম বাতিল করা হয়। তাই তো একটু হলেও সন্দেহের অবকাশ থেকেই যায়!

স্পোর্টসমেইল২৪/পিপিআর 



শেয়ার করুন :


আরও পড়ুন

মেসিদের বর্তমানটাই উপভোগ করতে বললেন স্কালোনি

মেসিদের বর্তমানটাই উপভোগ করতে বললেন স্কালোনি

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি

নিলামে উঠছে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের জার্সি

স্কালোনির চোখে বিশ্বকাপে 'কঠিন গ্রুপে' আর্জেন্টিনা

স্কালোনির চোখে বিশ্বকাপে 'কঠিন গ্রুপে' আর্জেন্টিনা

কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল

কাতার বিশ্বকাপ: ‘সি’ গ্রুপে আর্জেন্টিনা, ‘জি’ গ্রুপে ব্রাজিল