ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা নতুন ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে আইন প্রণয়ন করেছে। আর এই আইনে অনুমোদন দিয়েছে উয়েফার নির্বাহী কমিটি। আগামী ২০২৩-২৪ মৌসুম থেকে কার্যকর হবে এই আইন।
সর্বপ্রথম ২০১০ সালে ইউরোপিয়ান ক্লাবগুলোর অর্থ খরচের পরিমাণের লাগাম টানতে ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম চালু করে উয়েফা। সে সময় জানানো হয়েছিল, ক্লাবগুলো তাদের বাৎসরিক আয়ের ৭০ শতাংশ খরচ করতে পারবে। আর এই নিয়ম না মানলে ইউরোপিয়ান ক্লাব ফুটবল এবং ফুটবলার কেনা-বেচাতেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে ক্লাবগুলো। এই নিয়মে ক্লাবগুলোর অর্থ খরচ বেশ কমিয়ে আনতে পেরেছে উয়েফা।
ফিন্যান্সিয়াল ফেয়ার প্লের সাফল্য পাওয়ার পর নিয়মের কিছু পরিবর্তন আনলো উয়েফা। নতুন নিয়ম অনুযায়ী ২০২৩-২৪ মৌসুমে ক্লাবগুলো তাদের আয়ের ৯০ শতাংশ খরচ করতে পারে। পরের মৌসুমে এই অর্থ কমে আসবে ৮০ শতাংশে। ২০২৫-২৬ মৌসুম থেকে আবারও সেই ৭০ শতাংশে ফিরে যাবে খরচের পরিমান।
এই নিয়ম প্রণয়নের পর উয়েফার দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘উয়েফা ইউরোপিয়ান ফুটবলের উন্নয়নের স্বার্থে এই নিয়মের পরিবর্তন এনেছে। এতে সবদলের মধ্যে একটি অর্থনৈতিক ভারসাম্য বজায় থাকবে।’
ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরু হয় জুলাই থেকে। তবে অর্থনৈতিক কারণে এই হিসাব হবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। নতুন ফুটবলার কেনার জন্য ৩১ ডিসেম্বরের মধ্যে ক্লাবগুলোর আয় বিবেচনা করা হবে।
ক্লাবগুলো উয়েফার দেওয়া ফিন্যান্সিয়াল ফেয়ার প্লে নিয়ম মেনে চলে কি-না তা তদারকি করতে ক্লাবগুলোকে তাদের ব্যালান্স শিট পর্যবেক্ষণ করে। এই নিয়ম থেকে সরে আসেনি উয়েফা। এই নিয়ম চালু থাকবে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর