ইউরোপা লিগে ১০ জনের ফ্রাঙ্কফুর্টের সাথে বার্সার ড্র

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৪৭ এএম, ০৮ এপ্রিল ২০২২
ইউরোপা লিগে ১০ জনের ফ্রাঙ্কফুর্টের সাথে বার্সার ড্র

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার প্রতিপক্ষ ফ্রাঙ্কফুর্ট। বুন্দেসলিগার দূর্বল এই প্রতিপক্ষকে পেয়েও জয়ের বন্দরে ভিড়তে পারেনি বার্সেলোনা। উল্টো ফেরান তোরেসের গোলে ম্যাচ বাঁচিয়ে ফিরেছে কাতালানরা।

বৃহস্পতিবার (৭ মার্চ) ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে ফ্রাঙ্কফুর্টের ঘরের মাঠে প্রথমার্ধ থেকেই লড়াইয়ে ছিল কাতালানরা। এমনকি ম্যাচের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগও পেয়েছিল বার্সেলোনা। তবে সেবার সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা।

এরপরের কয়েক মিনিটে গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ মিস করে ফ্রাঙ্কফুর্টও। প্রথমার্ধে দুই দলই সুযোগ তৈরি করার পরও এগিয়ে যেতে পারেনি। তাই গোল শূন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

উল্টো ম্যাচের ২৩তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠে ছাড়েন বার্সেলোনার অভিজ্ঞ ডিফেন্ডার জেরার্ড পিকে। তার বদলি হিসেবে মাঠে নামেন লংলে।

দ্বিতীয়ার্ধে মাঠে নেমে বার্সেলোনার উপর কিছুটা সময় ছড়ি ঘোরায় ফ্রাঙ্কফুর্টই। দ্বিতীয়ার্ধের শুরুতেই  ডি-বক্সের মাথায় বল পেয়ে যান আনসগার কানাউফ। তার দারুণ এক গোলেই এগিয়ে যায় জার্মান ক্লাবটি।

এরপর ম্যাচে ৬৬তম মিনিটে সম্মিলিত প্রচেষ্টায় গোল পায় বার্সেলোনা। উসমান ডেম্বেলে, ফ্রাঙ্ক ডি ইয়ং হয়ে বল পান ফেরান তোরেস। বল পেয়ে জাল খুঁজে নিতে দেরি করেননি তোরেস। আর এতেই সমতায় ফেরে স্প্যানিশ জায়ান্টরা।

ম্যাচের ৭৮তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয়ে ফ্রাঙ্কফুর্ট। পেদ্রিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ফ্রাঙ্কফুর্ট সেন্টার ব্যাক তুতা। এ সময়টি কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। তাই আর জয় পাওয়া হয়নি তাদের। ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় জাভির শিষ্যদের।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

লেভানডোভস্কির সিদ্ধান্তের অপেক্ষায় আত্মবিশ্বাসী বার্সা

লেভানডোভস্কির সিদ্ধান্তের অপেক্ষায় আত্মবিশ্বাসী বার্সা

অপহরণ করে হলেও দেম্বেলেকে বার্সেলোনায় রাখবো: ফেরান তোরেস

অপহরণ করে হলেও দেম্বেলেকে বার্সেলোনায় রাখবো: ফেরান তোরেস

প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া যাচ্ছে বার্সেলোনা

প্রীতি ম্যাচ খেলতে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া যাচ্ছে বার্সেলোনা

কঠোর পরিশ্রম করলে দেম্বেলে বিশ্বসেরা হতে পারবে: জাভি

কঠোর পরিশ্রম করলে দেম্বেলে বিশ্বসেরা হতে পারবে: জাভি