ব্রাজিল ফুটবলের দলের অধিনায়ক ও প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) নেইমারকে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের নেয়া সম্ভব নয় বলে মনে করেন দলটির সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
তিনি বলেন, ‘নেইমারের রিয়াল মাদ্রিদে আসার ব্যাপারে অনেক গুঞ্জন আমি শুনেছি। সত্যি করে বলতে গেলে, নেইমারকে দলে নেওয়াটা খুবই কঠিন হবে রিয়ালের। কারণ অনেক অর্থ ব্যয় করে ও অনেক প্রক্রিয়ার মাধ্যমে পিএসজি দলে নিয়েছে নেইমারকে। তাই এই অবস্থায় নেইমারকে নেওয়াটা খুবই কঠিন হবে রিয়ালের।’
এদিকে ‘রিয়াল মাদ্রিদ চুক্তি করতে যাচ্ছে নেইমারের সঙ্গে’ স্প্যানিশ মিডিয়ায় এমন খবর বেশ কয়েক দিন ধরেই চলছে। তবে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে এমন গুজব অস্থির করে তুলতে পারবে না পিএসজিকে বলেও জানিয়েছিলেন।
নেইমারের রিয়ালে যাওয়ার খবর ছেপেছিল মার্কা। সেটা নিয়ে এমেরি বলেন, ‘দেখুন, একটি শীর্ষস্থানীয় সংবাদপত্র (মার্কা) নেইমারকে আবারও রিয়ালে পাঠাচ্ছে। এটা আমাদের মোটেও বিচলিত করছে না। আমরা জানি কে আমাদের অস্থির করে তুলতে চাইছে। সেটা থেকে আমরা আমাদের রক্ষা করছি। আমরা স্বাভাবিক আছি।’
গত বছরের অাগস্টে ২০০ মিলিয়ন পাউন্ডে বিশ্ব রেকর্ড গড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ছেড়ে নেইমার প্যারিসে পাড়ি জমান। ৩০টি ম্যাচ খেলে ২৯টি গোল করেছেন এ ব্রাজিলিয়ান তারকা।
এদিকে পায়ে ব্যথা পেয়ে মাঠের বাইরে রয়েছে ব্রাজিল ফুটবল তারকা নেইমার। তার বিশ্বকাপ খেলা নিয়েও সংশয় রয়েছে। ২০১৪ সালের ফুটবল বিশ্বকাপে সেমিফাইনালের আগেও নেইমার চোট পান। যার ফলে জার্মানির বিপক্ষে সেমিফাইল খেলতে পারেননি তিনি।