কাতার বিশ্বকাপে ১শ’ মিনিট ম্যাচের তথ্যটি গুজব: ফিফা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৫ পিএম, ০৭ এপ্রিল ২০২২
কাতার বিশ্বকাপে ১শ’ মিনিট ম্যাচের তথ্যটি গুজব: ফিফা

ফুটবল বিশ্বে শোনা যাচ্ছিলো নতুন এক গুজব। জানা গিয়েছিল, কাতার বিশ্বকাপে প্রতিটি ম্যাচের দৈর্ঘ্য হবে ১০০ মিনিট। প্রতি অর্ধে ৫০ মিনিট করে খেলা হবে। এই তথ্যটি গুজব বলে জানিয়েছে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। তারা জানিয়েছে, প্রচলিত নিয়মেই মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ।

বুধবার (৬ এপ্রিল) ইউরোপের বিভিন্ন গণমাধ্যম জানিয়েছিল, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ফুটবল ম্যাচের দৈর্ঘ্য ১০০ মিনিট করার প্রস্তাব দিয়েছে। আর কাতার বিশ্বকাপ থেকেই চালু করা হবে এই নিয়ম।

এই খবর প্রকাশের পর পরই বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এই বিষয়টি গুজব বলে জানিয়ে দিয়েছে। তারা জানিয়েছে, ইনফান্তিনোর কাছ থেকে এই রকম কোনো প্রস্তাব আসেনি। আর প্রচলিত নিয়মেই অনুষ্ঠিত হবে কাতার বিশ্বকাপের ম্যাচ।

ইউরোপিয়ান গণমাধ্যমগুলো জানিয়েছিল, রাগবির সাথে মিল রেখে ম্যাচের সময় বাড়াতে চান ফিফা সভাপতি। আর তার এই সিদ্ধান্ত কাতার বিশ্বকাপ থেকেই কার্যকর হবে। তবে শেষ পর্যন্ত এই খবর গুজব বলেই জানিয়ে দিয়েছে ফিফা।

এর আগে দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন এবং বিশ্বকাপে দল সংখ্যা বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন ফিফা সভাপতি ইনফান্তিনো। দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব বাতিল হলেও দল সংখ্যা বাড়াতে পেরেছেন তিনি। 

এ কারণেই ফিফা সভাপতির এই প্রস্তাবকেই সত্যি বলেই ধরে নিয়েছিলেন অনেকেই। শেষ পর্যন্ত জানা গেল প্রস্তাবটি শুধুমাত্রই গুজব।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপের ম্যাচ ‘১শ’ মিনিট’ করতে চায় ফিফা

কাতার বিশ্বকাপের ম্যাচ ‘১শ’ মিনিট’ করতে চায় ফিফা

কাতার বিশ্বকাপে মেসিকে ‘বাতিলের খাতায়’ রাখছেন সাবেক পোল্যান্ড কোচ

কাতার বিশ্বকাপে মেসিকে ‘বাতিলের খাতায়’ রাখছেন সাবেক পোল্যান্ড কোচ

গ্রুপপর্বে ডেনমার্ককে নিয়ে সতর্ক ফরাসি কোচ দেশম

গ্রুপপর্বে ডেনমার্ককে নিয়ে সতর্ক ফরাসি কোচ দেশম

কাতার বিশ্বকাপে ‘থাকবে না’ সমকামী পতাকা

কাতার বিশ্বকাপে ‘থাকবে না’ সমকামী পতাকা