চলতি ২০২১-২২ মৌসুমের শুরুতেই ম্যানচেস্টার সিটি ছেড়েছেন ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরো। তার অবদানের প্রতি শ্রদ্ধা রাখতেই আগুয়েরোর ভাস্কর্য উন্মোচন করবে ক্লাবটি। জানানো হয়েছে চলতি বছরের ১৩ মে ইতিহাদ স্টেডিয়ামে এই ভাস্কর্য উন্মোচন করা হবে।
২০১২ সালে দীর্ঘ ৪৪ বছরের শিরোপা খরা ঘুচিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ট্রফি জেতে ম্যানচেস্টার সিটি। শেষ মিনিটে আর্জেন্টাইন তারকা আগুয়েরোর গোলে নিশ্চিত হয় শিরোপা। সেই দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতেই এইদিনেই ভাস্কর্য উন্মোচনের সিদ্ধান্ত নিয়েছে ম্যানসিটি কর্তৃপক্ষ।
২০১১-১২ মৌসুমের প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নামে ম্যানচেস্টার সিটি। শেষ ম্যাচে জিততে হবে এমন সমীকরণ নিয়ে খেলতে নেমেছিল দলটি। তবে শুরু থেকেই কুইন্স পার্ক রেঞ্জার্সের কাছে পিছিয়ে পড়ে সিটিজেনরা। শেষদিকে আগুয়েরোকে গোল করে দলের জয় নিশ্চিতের পাশাপাশি শিরোপা জিতে ম্যানচেস্টার সিটি।
এরপরে সিটিজেনদের জার্সিতে ৩৯০ ম্যাচে ২৬০ গোল করেছেন এই ফুটবলার। হয়েছেন ক্লাবের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। আর ওই প্রজন্মের হাত ধরেই শুরু হয়েছিল ম্যানচেস্টার সিটির উত্থান যাত্রা। তাই ক্লাব কিংবদন্তিকে স্মরণ করতে রাখতেই ভাস্কর্য বসাচ্ছে সিটিজেন কর্তৃপক্ষ।
সার্জিও আগুয়েরো ছাড়াও ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ ভিনসেন্ট কোম্পানি এবং ডেভিড সিলভার ভাস্কর্য স্থাপন করেছে। এবার আগুয়েরোরর ভাস্কর্য স্থাপন করতে যাচ্ছে তারা। ইতিহাদ স্টেডিয়ামের সামনে বসবে এই ভাস্কর্য।
ফুটবল ক্যারিয়ারে ম্যানসিটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ এবং ছয়টি লিগ কাপ শিরোপা জিতেছেন সার্জিও আগুয়েরো। সফল একটি ক্যারিয়ার শেষ করে চলতি ২০২১-২২ মৌসুমের আগে ক্লাব ছাড়েন আগুয়েরো। যোগ দেন বার্সেলোনায়। তবে হৃদরোগে আক্রান্ত হয়ে ফুটবল ক্যারিয়ারকেই বিদায় বলেন এই তারকা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর