আনচেলত্তির কাছে বেনজেমা ‘ফাইন ওয়াইন’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৩ পিএম, ০৭ এপ্রিল ২০২২
আনচেলত্তির কাছে বেনজেমা ‘ফাইন ওয়াইন’

ক্রিস্টিয়ানো রোনালদোর থাকাকালীন করিম বেনজেমাকে মনে হয়েছিল রিয়াল মাদ্রিদের বোঝা। পর্তুগিজ তারকার বিদায়ের পরই যেন বদলে যেতে থাকে চিত্র। হয়ে উঠেন রিয়াল মাদ্রিদের প্রধান অস্ত্র। এবার সেই প্রধান অস্ত্রকে নিজেদের জন্য ‘ফাইন ওয়াইন’ বলে অ্যাখ্যা দিয়েছেন রিয়াল মাদ্রিদ বস কার্লো আনচেলত্তি।

ক্রিস্টিয়ানো রোনালদোর বিদায়ের পর নিজেকে আলাদা করে চেনান করিম বেনজেমা। শুধু তাই নয়, নতুন করে আবারও প্রমাণ করেন নিজেকে। এরপর থেকেই একের পর এক ম্যাচে রিয়ালের জয়ের নায়ক বেনজেমা। তাই তো তাকে নিয়ে মুগ্ধতার শেষ নেই কোচ আনচেলত্তির।

সর্বশেষ চলতি ২০২১-২২ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসিকে একাই হারিয়ে দেন করিম বেনজেমা। সেই ম্যাচের পরেই বেনজেমাকে ‘ফাইন ওয়াইন’ বলে অ্যাখ্যা দেন আনচেলত্তি।

তিনি বলেন, ‘সে স্রেফ ভালো থেকে আরও ভালো হয়ে উঠছে, ঠিক যেন ওয়াইনের মতো। সে এমন একজন, ক্রমে যে নেতৃত্ব ও কতৃত্ব দেখাচ্ছে এবং দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।’

তিনি আরও বলেন, ‘শুধু স্ট্রাইকার নয়, খেলোয়াড় হিসেবে সে সত্যিই পরিপূর্ণ একজন। সে অনেক গোল করে এবং তা অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে বল দখলে রাখার ক্ষেত্রেও সে দলে অনেক অবদান রাখে। আমরা সত্যিই খুশি এবং তার মতো একজনকে পাওয়া ভাগ্যের ব্যাপার।’

চেলসিকে তাদের ঘরের মাঠে বড় ব্যবধানে হারিয়ে মোটেও আত্মতুষ্টিতে ভুগতে চান না কোচ আনচেলত্তি। তার মতে দ্বিতীয় লেগের ম্যাচেও দলকে মনোযোগ ধরে রাখতে হবে। আর সেদিকেই লক্ষ্য রাখতে চান তিনি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

বেনজেমার হ্যাটট্রিকে সেমির পথে এগিয়ে গেল রিয়াল

বেনজেমার হ্যাটট্রিকে সেমির পথে এগিয়ে গেল রিয়াল

রিয়াল মাদ্রিদে নাম লেখালেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস টোবিয়াস

রিয়াল মাদ্রিদে নাম লেখালেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস টোবিয়াস

ইনজুরির কবলে হ্যাজার্ড, যাচ্ছেন শল্যবিদের ছুরির নিচে

ইনজুরির কবলে হ্যাজার্ড, যাচ্ছেন শল্যবিদের ছুরির নিচে

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফেদেরারের পাঁচ লাখ ডলার আর্থিক সহায়তা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে ফেদেরারের পাঁচ লাখ ডলার আর্থিক সহায়তা