সত্যিই নাক ভেঙে গেছে সের্হিও রামোসের! আতলেতিকো মাদ্রিদের কাছে পয়েন্ট হারানোর ম্যাচে তিনি এ আঘাত পান। রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
মনিবার রাতে লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকোর মাঠ থেকে গোলশূন্য ড্র করে রিয়াল। ম্যাচের ৩৭তম মিনিটে হেড করতে গিয়ে প্রতিপক্ষের ফরাসি ডিফেন্ডার লুকাস এরনঁদেজের পায়ে লেগে নাকে ব্যথা পান রামোস।
প্রাথমিক চিকিৎসা নিয়ে প্রথমার্ধের বাকি সময় তিনি খেলা চালিয়ে গেলেও বিরতির পর আর তাকে নামানো হয়নি। এক বিবৃতিতে রিয়াল জানায়, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে রামোসের নাক ভেঙে গেছে।
তবে কতদিন এই ডিফেন্ডারকে মাঠের বাইরে থাকতে হবে -সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানায়নি ক্লাব কর্তৃপক্ষ।
লিগে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা থেকে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েছে রিয়াল। লেগানেসের মাঠে ৩-০ গোলের জয় পাওয়া বার্সেলোনা ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।