ট্রফি দিয়ে লিভারপুল ক্যারিয়ার বিচার করেন না ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ০৫ এপ্রিল ২০২২
ট্রফি দিয়ে লিভারপুল ক্যারিয়ার বিচার করেন না ক্লপ

লিভারপুলের হয়ে প্রায় সবকিছুই জিতেছেন জার্গেন ক্লপ। কোচ হিসেবে তার অর্জনের ঝুলিতে আরও কিছু যোগ হতে যাচ্ছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে এতো কিছুর পরও ট্রফি দিয়ে নিজের লিভারপুল ক্যারিয়ার বিচার করতে চান না দুইবারের ফিফার বর্ষসেরা এই কোচ।

জার্গেন ক্লপ স্পষ্ট করেই বলেছেন, লিভারপুলে ট্রফি জেতার ব্যাপারটা চমৎকার হলেও তিনি তার দলের খেলা এবং ক্লাবের সামগ্রিক স্বাস্থ্যের দিকে মনোযোগ দেন। যা দলের জন্য সবচেয়ে ভালো হবে সেটাতেই তিনি খুশি।

বুধবার (৬ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পর্তুগিজ ক্লাব বেনফিকার মুখোমুখি হবে লিভারপুল। এই ম্যাচের আগে কথা বলার সময় ক্লপকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি ট্রফি জেতার উপর গুরুত্ব দেন কিনা। জবাবে ক্লপ জানিয়েছেন তা অবশ্যই না।

সোমবার (৪ এপ্রিল) ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে ক্লপ বলেন, ‘আমি এখানে ট্রফি দিয়ে আমার সময়কে খুব বেশি বিচার করি না। আমি খেলার পদ্ধতি, আমাদের বিকাশের উপায় এবং ক্লাবের অবস্থা সম্পর্কে খেয়াল রাখি। এটা ক্লাবকে ভালো অবস্থায় রাখে।’

ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপের শিরোপা নিজেদের করে নিয়েছে লিভারপুল। নিশ্চিত করেছে কারাবাও কাপের শিরোপাও। এবারের চ্যাম্পিয়নস লিগ জিতলেও জার্গেনের অধীনে দলের ট্রফির সংখ্যা হবে চার।

লিভারপুলের সঙ্গে মোহামেদ সালাহর সম্পর্কটা এখন ভালো যাচ্ছে না। লিভারপুলের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষের দিকে। চুক্তি নবায়নের ব্যাপারে এখনো মিশরীয় ফরোয়ার্ডের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে লিভারপুল।

সালাহর চুক্তির ব্যাপারে জানতে চাইলে জার্গেন জানালেন তিনি আপাতত এই ব্যাপারে কিছু জানেন না। দুই দল আলোচনা করে জানালেই কেবল তিনি জানতে পারবেন। তিনি বলেন, ‘তারা একে অপরের সাথে কথা বলছে। কি বলেছে এটিই আমার জানতে হবে।’

২০১৫ সালের অক্টোবর মাসে বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে ইংলিশ ক্লাব লিভারপুলে পারি জমান ক্লপ। সেই থেকে ইংলিশ ক্লাবটির সঙ্গেই আছেন তিনি। ২০২৪ সাল পর্যন্ত রেডসের সঙ্গে চুক্তি রয়েছে তার। লিভারপুলের হয়ে এ পর্যন্ত ৩৬৪টি ম্যাচে সাইড বেঞ্চে উপস্থিত থেকেছেন এই জার্মান কোচ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

আফ্রিকান বলেই লিভারপুলে কম বেতন পাচ্ছেন সালাহ!

আফ্রিকান বলেই লিভারপুলে কম বেতন পাচ্ছেন সালাহ!

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

লিভারপুলে থাকার বিষয়টি সালাহর হাতেই ছাড়লেন ইয়ুর্গেন ক্লপ

লুইজ দিয়াজকে প্রশংসায় ভাসালেন জার্গেন ক্লপ

লুইজ দিয়াজকে প্রশংসায় ভাসালেন জার্গেন ক্লপ

৩৮২ কোটিতে লিভারপুলে ‘কলম্বিয়ান নেইমার’

৩৮২ কোটিতে লিভারপুলে ‘কলম্বিয়ান নেইমার’