কোনো বড় টুর্নামেন্টকে ঘিরে মূল লড়াই শুরুর আগে শুরু হয় কথার লড়াই। কাতার বিশ্বকাপকে ঘিরেও শুরু হয়ে গেছে সেটা। লিওনেল মেসিকে নিয়ে মন্তব্য করছেন পোল্যান্ডের সাবেক কোচ অ্যান্তনি পিখনিচেক! কাতার বিশ্বকাপে মেসিকে একপ্রকার বাতিলের খাতায় ফেলে দিয়েছেন তিনি।
কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা। একই গ্রুপে তাদের বাকি তিন প্রতিপক্ষ পোল্যান্ড, মেক্সিকো ও সৌদি আরব। খালি চোখে এই গ্রুপের ফেভারিট দল আর্জেন্টিনা। আর তাই আর্জেন্টিনাকেই কথার বাণ ছুড়লেন পিখনিচেক।
পোল্যান্ডের সাবেক কোচের মতে, বিশ্বকাপ আসতে আসতে অনেকটাই ফুরিয়ে যাবেন মেসি। কাতারে তাকে খেলতে হতে পারে বদলি খেলোয়াড় হিসেবে। এমনিকি মেসিকে বেঞ্চে দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।
পিখনিচেক বলেন, ‘তার (মেসির) এখন যে ফর্ম, তাতে তাকে বেঞ্চে রাখা হতে পারে। সুইডেন দলে ইব্রাহিমোভিচ যে ভূমিকা রাখে, মেসির ভূমিকাও আর্জেন্টিনা দলে তাই হতে পারে। সে হয়তো বদলি হিসেবে শেষ ১৫-২০ মিনিট খেলবে।’
বার্সেলোনা ছেড়ে ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়ার পর থেকেই অনেকটা বিবর্ণ হয়ে গেছেন মেসি। তবে জাতীয় দলের জার্সিতে মাঠে নামলেই পুরনো রূপে দেখা যায় তাকে। কোপা আমেরিকা জিতে ঘুচিয়েছেন দেশের হয়ে ২৮ বছরের শিরোপা খরা।
কাতার বিশ্বকাপে তাকে ঘিরেই স্বপ্ন দেখছেন আর্জেন্টাইনরা। তবে মেসিকে একেবারেই ভয়ঙ্কর মনে করছেন না পিখনিচেক। কারণ হিসেবে মেসির গতি কমে যাওয়াকেই দায়ী করছেন তিনি।
সাবেক পোলিশ কোচ বলেন, ‘সত্যি বলতে, মেসি এখন বুড়িয়ে গেছে। কয়েক বছর আগে সে যেমন খেলোয়াড় ছিল, এখন আর তা নেই। বিশ্বকাপে সে কী ভূমিকায় খেলবে, সেটাই দেখার বিষয়।’
তবে নামটা মেসি বলেই কাতার বিশ্বকাপে ভালো করার ব্যাপারটা উড়িয়ে দিতে পারছেন না পিখনিচেক। তিনি বলেন, ‘তার জন্য বিশ্বকাপটা দুর্দান্ত হতেও পারে। এই বিষয়টাকে আমি উড়িয়ে দিতে পারি না। তবে পিএসজিতে সে যেমন খেলছে, তাতে বলা যায় সে আগের মতো নেই।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি