রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে হার নিয়ে চিন্তিত নন টুখেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ০৩ এপ্রিল ২০২২
রিয়াল মাদ্রিদ ম্যাচের আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে হার নিয়ে চিন্তিত নন টুখেল

আন্তর্জাতিক বিরতি শেষে মাঠে ফিরেই ইংলিশ প্রিমিয়ার লিগে হোচট খেয়েছে চেলসি। নিজেদের ঘরের মাঠে ব্রেন্টফোর্ডের কাছে ৪-১ ব্যবধানে হারের পরও রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামার আগে চিন্তিত নন কোচ টমাস টুখেল। জানিয়েছেন, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচের আগে পুরোপুরি প্রস্তুত হয়েই মাঠে নামবে চেলসি।

বুধবার (৬ এপ্রিল) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে চেলসি। এই ম্যাচের আগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল চেলসির সামনে।

তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। উল্টো নিজেদের ঘরের মাঠে এগিয়ে থাকার পরও ৪-১ ব্যবধানে হেরেছে চেলসি। তবে এই হারের পরও রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচ নিয়ে কোনো চিন্তা ভাবনাই আনতে চান না টুখেল।

তিনি বলেন, ‘রিয়াল মাদ্রিদকে নিয়ে চিন্তার কিছু নেই। আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে। সোমবার থেকে আমাদের নতুন করে শুরু করতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা ভেবেছিলাম ব্রেন্টফোর্ডের বিপক্ষে এটাই আমাদের সেরা একাদশ। আমরা এক শতাংশও দিতে পারিনি। তবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে সেরাটা দিয়েই খেলবো।’

ব্রেন্টফোর্ডের বিপক্ষে এক গোলে এগিয়ে থাকার পর মাঠে বেশ ছন্নছাড়া হয়ে পড়ে চেলসি। আর এই সুযোগ কাজে লাগিয়েই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। আর শেষ পর্যন্ত ম্যাচও জিতে নেয় তারা।

তবে এর কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাননি কোচ টমাস টুখেল। তিনি বলেন, ‘ এটা আমাদের সাথে মানানসই না। এটা কেন ঘটেছে তা আমরা জানি না। আমাদের ডিফেন্সে কিছু ভুল ছিল। এটাই আমাদের হতাশ করেছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ব্রেন্টফোর্ডের ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড চেলসি

ব্রেন্টফোর্ডের ১০ মিনিটের ঝড়ে লন্ডভন্ড চেলসি

প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি