জাভি হার্নান্দেজ বার্সেলোনায় ফিরে আসার পর খেলোয়াড়দের সঙ্গে সহজ সম্পর্ক গড়ে তুলেছেন। বার্সেলোনার সাথে উসমান দেম্বেলের সম্পর্কের অবনতির দিকটাও ঘুচেছে জাভির কল্যাণেই। জাভি মনে করেন, কঠোর পরিশ্রম করলে নিজের পজিশনে বিশ্বসেরা হতে পারবেন ফরাসি তারকা।
বার্সা কোচ বলেন, ‘আমি তাকে (দেম্বেলে) খুশি দেখছি। দলের সঙ্গে থাকতে দেখছি। তার সম্পর্কে আমার কোনৈ অভিযোগ নেই। এটি (বার্সায় থাকা না থাকা) তার উপর নির্ভর করে।’
সাবেক বার্সা তারকা আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলছি, তার অনেক ক্ষমতা আছে। যদি সে কঠোর পরিশ্রম করে তবে সে তার অবস্থানে বিশ্বের সেরা হতে পারবে। সে আমাদের জন্যও পার্থক্য তৈরি করছে। সে খুব ভালো একজন খেলোয়াড়।’
সামনেই লা লিগায় সেভিয়ায়র বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। জাভি বার্সায় আসার পর থেকেই সব খেলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে আসছেন। সেভিয়ার বিপক্ষে ম্যাচকেও ফাইনাল হিসেবেই নিয়েছেন বার্সা বস।
বর্তমান পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে সেভিয়া। বার্সেলোনার সঙ্গে মুখোমুখি লড়াইয়ে তাই অনেক হিসাবনিকাশ কাজ করছে। এই ম্যাচ দিয়েই পয়েন্ট টেবিলে জায়গা অদলবদল হবে। তাই সেভিয়ার বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সিরিয়াস জাভি।
সংবাদ সম্মেলনে জাভি বলেন, ‘এটি আমাদের জন্য একটি ফাইনাল। আমাদের কাছে খুব ভালোভাবে দ্বিতীয় হওয়ার সুযোগ আছে। এটা নিজেদের প্রমাণ করার সুযোগ। সেভিয়া একটি শক্তিশালী দল। এটা মাথায় রাখতে হবে।’
ঘরের মাঠে সমর্থকদের থেকে সর্বোচ্চ সমর্থনটা আশা করছেন জাভি। সাবেক বার্সা তারকা বলেন, ‘আমরা ঘরেই আছি। আমাদের সমর্থকদের প্রয়োজন হবে। আমি আশা করি ম্যাচে একটি দুর্দান্ত পরিবেশ থাকবে।’
রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে বার্সেলোনার নারী দলের ম্যাচের মতো দর্শক আশা করছেন জাভি। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ন্যু ক্যাম্পে দর্শক উপস্থিতির বিশ্ব রেকর্ড হয়েছিল।
জাভি বলেন, ‘তারা এটার প্রাপ্য ছিল। আমি আশা করি আগামীকাল এটার পুনরাবৃত্তি হবে। নারী দল যা করছে তা আমি উপভোগ করেছি। আমি অন্যদিনও তাদের খেলা দেখতে পছন্দ করি।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি