কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার পড়েছে গ্রুপ ‘সি’-তে। এবারের আসরে আর্জেন্টিনার গ্রুপ সঙ্গী হয়েছে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। গ্রুপের অন্য দুই প্রতিপক্ষকে কঠিন না ভাবলেও মেক্সিকোকে বেশ কঠিন বলে মনে করছেন আর্জেন্টাইন কোচ স্ক্যালোনি।
এখন পর্যন্ত বিশ্বকাপের তিনবার মেক্সিকোর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্রত্যেকবারই প্রতিপক্ষকে হারাতে বেশ বেগ পেতে হয়েছিল তাদের। এ কারণেই মেক্সিকোকেই কঠিন প্রতিপক্ষ মানছেন কোচ স্ক্যালোনি।
তিনি বলেন, ‘বিশ্বকাপে এটা (মেক্সিকোর বিপক্ষে) কঠিন ম্যাচ হবে। ২০০৬ সালে আমি ফুটবলার হিসেবে ওদের মোকাবিলা করেছিলাম। সেবার আমাদের জয় পেতে বেশ বেগ পেতে হয়েছে। আমরা অতিরিক্ত সময়ে ম্যাচ জিতেছিলাম।’
কাতার বিশ্বকাপে নিজেদের গ্রুপ সঙ্গী হিসেবে পোল্যান্ড, মেক্সিকো এবং সৌদি আরবকে পাচ্ছে আর্জেন্টিনা। মেক্সিকোকে বিশেষ গুরুত্ব দিয়ে অন্য দলকে মোটেও হালকা করে দেখছেন না স্ক্যালোনি।
বলেন, ‘এখানে অনেক কঠিন দল আছে। মেক্সিকো কঠিন প্রতিপক্ষ। পোল্যান্ড সুইডেনকে হারিয়েছে এবং সৌদি আরবও দারুণভাবে বিশ্বকাপে খেলার যোগ্যতা পেয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাইকে সম্মান করি। আমরা ভালো করতে পারবো।’
বিশ্বকাপের গ্রুপিং নিয়ে মোটেও খুশি নন আর্জেন্টাইন বস। তবে এরপরেও এই নিয়ে কোনো অভিযোগ করবে না বলেও জানান তিনি।
স্ক্যালোনি বলেন, ‘আমরা অভিযোগ করতে পারবো না। গ্রুপিং নিয়ে আমরা খুশি হতে পারছি না। আমাদের অন্য সহজ গ্রুপে যাওয়ার সুযোগ ছিল।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর