পৃথিবীর মুসলিম্ প্রধান দেশগুলোর মধ্যে কাতার অন্যতম। ফিফা ফুটবল বিশ্বকাপের ২২তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। তবে আসর শুরু আগেই সমকামী পতাকা নিয়ে বিতর্কের পরিবেশ তৈরি হয়েছে। আয়োজক কাতার সাফ বলে দিয়েছে, বিশ্বকাপে থাকবে না কোনো ‘সমকামী’ পতাকা।
কাতারে সমকামী বিবাহ বা সম্পর্ক নিষিদ্ধ। তবে বিশ্বকাপের স্বার্থে সমকামী দম্পতিকে গ্রহণ করা হলেও নিরাপত্তার স্বার্থে সমকামী পতাকা না রাখার পক্ষে আয়োজকরা। এমনটাই জানিয়েছেন কাতারের জাতীয় সন্ত্রাস দমন কর্তৃপক্ষের চেয়ারম্যান মেজর জেনারেল আব্দুল আজিজ আবদুল্লাহ আল আনসারি।
ফিফা এবং বিশ্বকাপের আয়োজকরা স্পষ্ট বলে দিয়েছেন যে, প্রত্যেককে তাদের যৌন অভিমুখের প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়েই সাথে আটটি স্টেডিয়ামে উপস্থিত থাকার জন্য স্বাগত জানানো হবে।।
নিরাপত্তার স্বার্থে আল আনসারি বলেন, ‘যদি সে একজন সমকামী হয়ে থাকে এবং রংধনু পতাকা তুলে থাকে, আমি চাইবো সে এটা না করুক। এর কারণ আমি তাকে অপমান করতে চাই না, রক্ষা করতে চাই।’
বিষয়টা খোলাসা করে আনসারি বলেন, ‘পতাকার জন্য তার আশেপাশের অন্য কেউ তাকে আক্রমণ করতে পারে। আমি মানুষের আচরণের গ্যারান্টি দিতে পারি না। আমি তাদেরকে অনুরোধ করবো পতাকা না তুলতে।’
কাতারের সংস্কৃতির দিকটা তুলে ধরে আনসারি আরও বলেন, ‘আপনারা (সমকামী) এটি (পতাকা) এমন একটি সমাজে প্রদর্শন করুন যেখানে এটি গ্রহণ করা হবে। টিকিট কেটে খেলা দেখতে আসা কারো মনের মধ্যে কি চলে তা তো আমরা জানি না।’
ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফ্যান্টিনোও বলেছেন যে, কাতারে সবাই খেলা দেখতে পারবে। এখানে সবাইকে স্বাগত জানানো হচ্ছে। এমনকি আল আনসারিও সবাইকে বিশ্বকাপে আসতে এবং একটি দুর্দান্ত সময় কাটাতে আমন্ত্রণ জানিয়েছেন।
তবে শেষবারও সমকামীদের সতর্ক করে দিলেন কাতারের নিরাপত্তা চেয়ারম্যান। তিনি বলেন, ‘খেলা দেখুন। এটা ভালো। কাতারের সমাজকে অপমান করবেন না। রুম রিজার্ভ করুন, একসাথে ঘুমান। এটিতে উদ্বেগের কিছু নেই।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি