রিয়াল মাদ্রিদে নাম লেখালেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস টোবিয়াস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ০২ এপ্রিল ২০২২
রিয়াল মাদ্রিদে নাম লেখালেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস টোবিয়াস

রিয়াল মাদ্রিদে অনেকটা সময় কাটিয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো। এখন আর আগের মতো মাঠের ডানদিকে দেয়াল হয়ে দাঁড়াতে দেখা যায় না তাকে। তার বিকল্প খুঁজতে শুরু করেছিল রিয়াল। অবশেষে তারা পেয়েও গেছে। আনুষ্ঠানিকভাবে রিয়ালে নাম লেখালেন ব্রাজিলিয়ান তরুণ ভিনিসিয়াস টোবিয়াস।

রিয়াল মাদ্রিদের সাথে টোবিয়াসের চুক্তির খবরটা নিশ্চিত করেছে তার পুরনো ক্লাব শাখতার দানেস্কে। ইউক্রেনের ক্লাবটি থেকে ধারে রিয়াল মাদ্রিদে এসেছেন টোবিয়াস। চলতি মৌসুমের শেষ পর্যন্ত লস ব্লাঙ্কোসদের হয়ে খেলবেন এই রাইট ব্যাক।

চলতি বছরের জানুয়ারিতে শাখতারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন টোবিয়াস। কিন্তু রাশিয়ার সাথে বিরোধের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামা হয়নি ১৮ বছর বয়সী এই তরুণের। যার কারণে তাকে ধারে স্পেনে পাঠিয়েছে শাখতার।

রাশিয়া ইউক্রেনের উপর আগ্রাসন চালানোর পর থেকে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা ইউক্রেনের সকল ক্লাবের খেলোয়াড়দের বাইরের ক্লাবগুলোতে যাওয়ার অনুমতি প্রদান করে। তার জের ধরেই রিয়াল মাদ্রিদ টোবিয়াসকে দলে ভেড়ানোর পদক্ষেপ নেয়।

আপাতত চলতি মৌসুমের শেষ পর্যন্ত রিয়ালের জার্সিতে খেলবেন টোবিয়াস। এই সময়ের মধ্যে ব্রাজিলিয়ানের পারফর্ম্যান্সে খুশি হলে মৌসুম শেষে তাকে রেখে দেয়ার পরিকল্পনা করেছে রিয়াল।

ইউরোপের বাইরে থেকে রিয়ালে খেলে স্পেনের নাগরিকত্ব পেয়েছেন এমন খেলোয়াড়ের সংখ্যা খুব কম। সম্প্রতি শোনা গেছে, আরেক ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়র স্প্যানিশ নাগরিকত্বের জন্য অপেক্ষা করছেন। কারন রিয়াল নিজেদের আক্রমণভাগের ডানদিক আরও শক্তিশালী করতে চায়।

স্পেনের অভিজাত ক্লাবটিতে ব্রাজিলিয়ান ফুলব্যাকের দীর্ঘ এক ইতিহাস রয়েছে। এই ক্লাবেই খেলে গেছেন কিংবদন্তি ব্যক্তিত্ব রবার্তো কার্লোস। এখনও খেলছেন মার্সেলো। খেলেছেন চিচিনহোর মতো তারকা খেলোয়াড়রাও।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

রিয়াল বসিয়ে রাখলেও জাতীয় দলের অনুশীলনে গ্যারেথ বেল

রিয়াল বসিয়ে রাখলেও জাতীয় দলের অনুশীলনে গ্যারেথ বেল

এল ক্ল্যাসিকোতে বার্সা ভালো খেলবে ভাবতে পারেননি জাভি

এল ক্ল্যাসিকোতে বার্সা ভালো খেলবে ভাবতে পারেননি জাভি

রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে

রিয়ালের প্রতি ‘সম্মান’ দেখিয়ে বার্সেলোনায় খেলবেন না ভালভার্দে

দেম্বেলে একটা ক্ষ্যাপাটে খেলোয়াড় : পেদ্রি

দেম্বেলে একটা ক্ষ্যাপাটে খেলোয়াড় : পেদ্রি