কাতার বিশ্বকাপে ‘জি’ গ্রুপে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের গ্রুপসঙ্গী হয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড এবং ক্যামেরুন। গ্রুপের সব দলকেই শক্তিশালী মানছেন ব্রাজিল কোচ তিতে। জানিয়েছেন, দ্বিতীয় পর্ব খেলতে হলে গ্রুপ পর্বে করতে হবে কঠিন লড়াই।
শুক্রবার (১ এপ্রিল) কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়। সেখানেই জানা যায়, ব্রাজিলের গ্রুপ সঙ্গীদের নাম। রাশিয়ার পর কাতারেও গ্রুপ সঙ্গী হিসেবে ব্রাজিলের মুখোমুখি হবে সার্বিয়া এবং সুইজারল্যান্ড।
বিশ্বকাপে গ্রুপ সঙ্গী হিসেবে কঠিন দলকেই পেয়েছেন বলে জানিয়েছেন তিতে। তিনি আরও জানান, দ্বিতীয় পর্বে উঠার জন্য দলকে করতে হবে কঠিন লড়াই।
তিতে বলেন, ‘আমরা সুইজারল্যান্ড এবং সার্বিয়াকে নিয়ে কথা বলছি। কারণ তারা ইতালি এবং পর্তুগালকে হারিয়েছে। ক্যামেরুনও দারুণ দল। আফ্রিকার অন্যতম শক্তিশালী দল তারা। আমাদেরকে সেরা খেলাটাই খেলতে হবে।’
বিশ্বকাপের ‘জি’ গ্রুপে জায়গা করে নিয়েছে বাছাই পর্বে নিজ নিজ গ্রুপের সেরা দলগুলো। তাই তো কঠিন বিশ্বকাপের গ্রুপ পর্বে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হতে হবে ব্রাজিলকে। এরপরেও প্রতিপক্ষে নিয়ে ভাবতে নারাজ কোচ তিতে। বরং, দীর্ঘ প্রস্তুতির সময়ে দলকে সঠিক পথে রাখতে চান তিনি।
তিতে বলেন, ‘এখনও হাতে আট-নয় মাস সময় আছে। আমারদের দলের পরিবেশ ঠিক রাখতে হবে। নিশ্চিত করতে হবে যেন ফুটবলাররা তাদের নিজেদের সেরা ছন্দে থাকে।’
এছাড়াও বিশ্বকাপের আগ পর্যন্ত তিতে নিজে কি করবেন সে বিষয়েও ধারণা দিয়ে রেখেছেন। তিনি জানান, বিশ্বকাপের আগ মুহূর্ত পর্যন্ত ফুটবলাদের শারীরিক-মানসিকভাবে সুস্থ রাখাই এখন তার মূল কাজ।
বলেন, ‘আমাদের এখন কিছু কাজ করতে হবে যা সমর্থকরা দেখতে পারে না। ফুটবলারদের শারিরীক-মানসিকভাবে ঠিক রাখতে হবে। যাতে তারা তাদের সেরা ছন্দে থাকতে পারে। এটাই এখন আমার জন্য গুরুত্বপূর্ণ।’
চলতি বছরের ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে ব্রাজিল। পরের দুই ম্যাচে ক্যামেরুন এবং সুইজারল্যান্ডকে মোকাবিলা করবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
স্পোর্টসমেইল২৪/পিপিআর