নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং ও শিশু নির্যাতনে গ্রেফতার হোপ সোলো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩৫ এএম, ০২ এপ্রিল ২০২২
নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং ও শিশু নির্যাতনে গ্রেফতার হোপ সোলো

মার্কিন যুক্তরাষ্ট্রের কিংবদন্তি নারী ফুটবলার হোপ সোলো আর বিতর্ক যেন এক সুতোয় গাথা। এবার নতুন করে বিতর্কের জন্ম দিলেন এই নারী গোলরক্ষক। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং শিশু নির্যাতনের দায়ে গ্রেফতার করা হয় তাকে। যদিও পরে অবশ্য তাকে ছেড়ে দেয়া হয়।

ঘটনার সূত্রাপাত যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলিনার উইনস্টন সালেমের পার্কওয়ে ভিলেজ সার্কেলে। বৃহস্পতিবার (৩১ মার্চ) সেখানের একটি ওয়ালমার্ট পার্কিং লটে ঘটেছে গাড়ি পার্ক করেন সোলো। সাথে ছিল তার দুই সন্তান। সেই অবস্থায় তাকে গ্রেফতার করে ফরসিথ কাউন্টিতে নিয়ে যাওয়া হয়।

গ্রেফতারের কারণ হিসেবে রিপোর্টে বলা হয়েছে, মাতাল অবস্থায় গাড়ি ড্রাইভ করা এবং শিশু নির্যাতনের জন্য ৪০ বছর বয়সী এই নারীকে গ্রেফতার করা হয়। তিনি দোষী সাব্যস্ত হলে বেশ বড় শাস্তি পেতে পারেন।

গ্রেফতারের পর সোলোকে কারাগারে নিয়ে যাওয়া হলেও তার বাচ্চাদের কথা ভেবে ছেড়ে দেয়া হয়। আপাতত স্বামী জেরামি স্টিভেনস এবং তার দুই যমজ ছেলেকে নিয়ে এখন নিজ বাড়িতেই রয়েছেন তিনি।

এর আগেও অনেকবার বিতর্কে জড়িয়েছেন সাবেক এই নারী ফুটবলার। ২০১৪ সালে একজন পুলিশ অফিসারকে মারধর করার তাকে গ্রেফতার করা হয়েছিল। এছাড়াও তার ভাইয়ের অপ্রাপ্ত বয়স্ক ছেলের সাথে মারামারি করারও ইতিহাস রয়েছে তার।

যুক্তরাজ্যের নারী ফুটবলের ইতিহাসে হোপ সোলো একজন কিংবদন্তি। টানা ১৬ বছর জাতীয় দলের হয়ে গোলপোস্ট সামলিয়েছেন তিনি। এই সময়ে ২০২ টি ম্যাচে দেশকে প্রতিনিধিত্ব করেছেন বিতর্কিত এই নারী ফুটবলার।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

‘ভ্যাকসিন নেব না’, দুটি টুর্নামেন্ট থেকে জোকোভিচের নাম প্রত্যাহার

‘ভ্যাকসিন নেব না’, দুটি টুর্নামেন্ট থেকে জোকোভিচের নাম প্রত্যাহার

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারী ফুটবলারের লাশ

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নারী ফুটবলারের লাশ

গলফের হল অব ফেমে জায়গা পেলেন কিংবদন্তি টাইগার উডস

গলফের হল অব ফেমে জায়গা পেলেন কিংবদন্তি টাইগার উডস

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ

নেইমারের বক্তব্যে ক্ষুব্ধ মার্কিন ফুটবল কর্তৃপক্ষ