কাতারের দোহায় ড্র’য়ের মাধ্যমে শুরু হলো ফিফার কাতার বিশ্বকাপ ২০২২ এর ক্ষণ গণনা। চলতি বছরেই আট মাসেরও কম সময়ের মধ্যে মাঠে গড়াবে ক্রীড়াঙ্গনের শীর্ষ এ টুর্নামেন্ট। ফিফা বিশ্বকপকে সামনে রেখে ইতিমধ্যে আটটি ভেন্যু চূড়ান্ত করেছে কাতার সরকার।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা বিধি-নিষেধ ওঠে যাওয়ায় শহরের পশ্চিম উপসাগরীয় জেলায় আকাচুম্বি ভবন দোহা কনভেনশন সেন্টারে বসেছিল কাতার বিশ্বকাপের ড্র অনুষ্ঠান। শুক্রবার (১ এপ্রিল) অনুষ্ঠিত ড্রয়ে ২০২২ কাতার ফিফা বিশ্বকাপের আটটি গ্রুপ চূড়ান্ত হয়েছে। যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে ৩২টি দেশ।
আসরে মোট ৩২ দলের মধ্যে স্বাগতিক কাতারসহ ২৯ দল ইতিমধ্যে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি থাকা তিনটি দলের মধ্যে দু’টি আন্তঃমহাদেশীয় প্লে-অফের জয়ী এবং ইউরোপিয়ান প্লে-অফের জয়ী দল। ড্রয়ে তিনটি দলের জন্য স্লট খালি রাখা হয়েছে।
কাতার স্বাগতিক হওয়ায় আগেই ঠিক করা ছিল, তারা খেলবে ‘এ’ গ্রুপের এক নম্বর দল হিসেবে। এরপর বাকি দলগুলো ভাগ্য নির্ধারণ হয়েছে লটারির মাধ্যমে।
চলতি বছরের মার্চ মাসের সর্বশেষ ফিফা র্যাংকিং ধরে ড্রয়ের জন্য দল ভাগ করা হয়। চারটি পটে মোট ৩২ দলের নাম রাখা হয়। সেখানে স্বাগতিক কাতারের সঙ্গে একই পটে ছিল র্যাংকিংয়ের শীর্ষ সাত দল।
ফিফা র্যাঙ্কিংয়ের পরের আটটি দল ছিল দ্বিতীয় পটে এবং পরের আটটি দল ছিল তৃতীয় পটে। এছাড়া র্যাংকিং অনুযায়ী পরের পাঁচ দল ও বাকি থাকা তিন দল ছিল চার নম্বর পটে।
এক নজরে কাতার বিশ্বকাপে গ্রুপপর্বে দল
গ্রুপ ‘এ’
এ-১ কাতার
এ-২ একুয়েডর
এ-৩ সেনেগাল
এ-৪ নেদারল্যান্ডস
গ্রুপ ‘বি’
বি-১ ইংল্যান্ড
বি-২ ইরান
বি-৩ যুক্তরাষ্ট্র
বি-৪ ইউরো প্লে-অফ (স্কটল্যান্ড/ইউক্রেইন/ওয়েলস)
গ্রুপ ‘সি’
সি-১ আর্জেন্টিনা
সি-২ সৌদি আরব
সি-৩ মেক্সিকো
সি-৪ পোল্যান্ড
গ্রুপ ‘ডি’
ডি-১ ফ্রান্স
ডি-২ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ১ (সংযুক্ত আরব আমিরাত/অস্ট্রেলিয়া/পেরু)
ডি-৩ ডেনমার্ক
ডি-৪ তিউনিসিয়া
গ্রুপ ‘ই’
ই-১ স্পেন
ই-২ আন্তঃমহাদেশীয় প্লে-অফ ২ (কোস্টারিকা/নিউজিল্যান্ড)
ই-৩ জার্মানি
ই-৪ জাপান
গ্রুপ ‘এফ’
এফ-১ বেলজিয়াম
এফ-২ কানাডা
এফ-৩ মরক্কো
এফ-৪ ক্রোয়েশিয়া
গ্রুপ ‘জি’
জি-১ ব্রাজিল
জি-২ সার্বিয়া
জি-৩ সুইজারল্যান্ড
জি-৪ ক্যামেরুন
গ্রুপ ‘এইচ’
এইচ-১ পর্তুগাল
এইচ-২ ঘানা
এইচ-৩ উরুগুয়ে
এইচ-৪ দক্ষিণ কোরিয়া।
স্পোর্টসমেইল২৪/আরএস