প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০২ পিএম, ০১ এপ্রিল ২০২২
প্রিমিয়ার লিগে আগুয়েরোর রেকর্ডে ভাগ বসালেন হ্যারি কেন

টটেনহ্যাম হটস্পারের হয়ে মার্চ মাসে দারুণ ছন্দে ছিলেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। আর দারুণ এ পারফর্মেন্সের কারণে মাসের সেরা ফুটবলারের পুরষ্কারও নিজের করে নিয়েছেন এই ইংলিশ তারকা। পুরষ্কার নিজের করে নিয়েই আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোর একটি রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

শুক্রবার (১ এপ্রিল) ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) মার্চ মাসের সেরা ফুটবলারের নাম প্রকাশ হয়। সেখানেই জানা যায়, মার্চের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন হ্যারি কেন।

এ নিয়ে সপ্তমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা ফুটবলার নির্বাচিত হলেন কেইন। এর আগে সার্জিও আগুয়েরোও সর্বোচ্চ সাতবার এই পুরষ্কার জিতেছিলেন। এবার মার্চের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরোরর পাশে বসলেন কেইন।

৫০ মাস পর ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কেইন। এর আগে ২০১৭ সালের ডিসেম্বরে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন তিনি।

মার্চ মাসে ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহ্যাম হটস্পারের হয়ে ৪ গোল করেছিলেন কেইন। এছাড়াও সতীর্থদের দিয়ে করিয়েছিলেন আরও দুই গোল।

ক্লাবের হয়ে দারুণ ছন্দে থাকা হ্যারি কেইন জাতীয় দলের জার্সিতেও ছিলেন উজ্জ্বল। সুইজারল্যান্ডের বিপক্ষে গোল করে ইংল্যান্ড জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন তিনি।

চলতি ২০২১-২২ মৌসুমে ইপিএলে এখন পর্যন্ত টটেনহ্যাম হটস্পারের হয়ে ২৮ ম্যাচ খেলেছেন হ্যারি কেন। এ সময় ১২ গোলের পাশাপাশি ৫ অ্যাসিস্ট করেছেন এই ইংলিশ স্ট্রাইকার।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বদলের নিয়ম

ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বদলের নিয়ম

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি

চেলসি কিনতে আগ্রহী ট্রাম্পের বন্ধু উডি জনসন

চেলসি কিনতে আগ্রহী ট্রাম্পের বন্ধু উডি জনসন

মৌসুমের বাকি অংশে চেলসির বরাদ্দ ‘১৩১ মিলিয়ন’ ইউরো

মৌসুমের বাকি অংশে চেলসির বরাদ্দ ‘১৩১ মিলিয়ন’ ইউরো