ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বদলের নিয়ম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ০১ এপ্রিল ২০২২
ইংলিশ প্রিমিয়ার লিগে পাঁচ বদলের নিয়ম

বদলি ফুটবলারের নিয়মে পরিবর্তন এনেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। অন্যান্য লিগের মতো ইংলিশ প্রিমিয়ার লিগেও এখন থেকে পাঁচ ফুটবলার মাঠে নামানোর অনুমতি দিয়েছে ইংল্যান্ডের ফুটবল ফেডারেশন।

করোনাভাইরাস মহামারির শুরু থেকে ফুটবল মাঠে ফুটবলার পরিবর্তনের নতুন নিয়ম করেছিল ফিফা। তারা জানিয়েছিল ম্যাচ প্রতি পাঁচজন ফুটবলার পরিবর্তন করতে পারবে দলগুলো।

এই নিয়মে অন্যান্য লিগগুলো চললেও সেই পথে হাঁটেনি ইংলিশ প্রিমিয়ার লিগ। সেখানে আগের মতোই ম্যাচে তিনজন ফুটবলার পরিবর্তনের নিয়মই বহাল রেখেছিল। দেরিতে হলেও ফিফার সেই নিয়মে ফিরলো ইংলিশ প্রিমিয়ার লিগ।

আসন্ন ২০২২-২৩ মৌসুমের শুরু থেকে ম্যাচ চলাকালীন পাঁচ পরিবর্তন করতে পারবে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলো। বিষয়টি নিশ্চিত করেছে লিগ কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে দেওয়া এক বিবৃতিতে লিগ কর্তৃপক্ষ জানিয়েছে, ‘পরবর্তী মৌসুম থেকে ক্লাবগুলো পাঁচ বদলি করার নিয়মে সম্মত হয়েছে। টিম শিটে দলগুলো নয়জন বদলি ফুটবলারের নাম রাখতে পারবে।’

এছাড়াও গ্রীষ্মকালীন দলবদল ১০ জুন থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত থাকবে বলেও সিদ্ধান্ত নিয়েছে ক্লাবগুলো। আর প্রতি দুই সপ্তাহ পর পর ফুটবলারদের কোভিড টেস্টের নিয়ম থেকেও সরে এসেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি

২০২০-২১ মৌসুমে আয়ের শীর্ষে ম্যানসিটি

নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

নেইমারের সম্ভাব্য গন্তব্য ইংলিশ ক্লাব নিউক্যাসল!

কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

কোয়ার্টার ফাইনালে চেলসির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ

হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল

হ্যাজার্ডে চোখ রাখছে আর্সেনাল