কাতার বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে বল প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এবারের বলের নাম দেওয়া হয়েছে ‘আল রিহলা’। বিখ্যাত পরিব্রাজক ইবনে বতুতার ভ্রমণ বিষয়ক বই ‘আল রিহলা’-র নামানুসারে এই বলের নামকরণ করা হয়েছে।
১৯৭০ মেক্সিকো ফুটবল বিশ্বকাপ থেকে বল তৈরি করে আসছে ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাডিডাস। ১৪তম বারের মতো ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য বল প্রস্তুত করলো তারা।
বিশ্বকাপ ফুটবলের প্রতিটির বলের পিছনেই থাকে নানা ধরনের গল্প। এবারের এই বল তৈরিতেও এর ব্যতিক্রম হয়নি। বিশ্বকাপের বল ‘আল রিহলা’র পিছনেও রয়েছে গল্প। মূলত এই নামের মাধ্যমে কাতারের সংস্কৃতি, স্থাপনা, ঐতিহ্যবাহী নৌকা এবং পতাকা বোঝানো হয়েছে।
বিশ্বকাপের বলগুলো অন্যান্য যেকোনো বলের থেকে ব্যতিক্রম হবে এটাই স্বাভাবিক। আর এ নিয়েও থাকা নানা ধরনের জিজ্ঞাসা। এই প্রশ্নের উত্তরও দিয়েছে ফিফা।
তারা জানিয়েছে, বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল হবে এটি। ম্যাচের গতি বাড়ানোর উদ্দেশ্যেই বলের নকশা তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে।
‘আল রিহলা’র বৈশিষ্ট্য-
বলের ভিতরের ফাঁপা অংশ বলের আকৃতি এবং বাতাস নিখুঁত ও ধারাবাহিকভাবে ধরে রাখবে। এর কারণেই বলটি হয়ে উঠবে গতিময় এবং নিখুঁত। এছাড়াও বলের ভিতরে থাকা ২০ টি স্পিডশেলের কারণে বলের আকৃতি এবং বাতাসে বলের গতিপথ ঠিক থাকবে বলেও জানানো হয়েছে।
কাতার বিশ্বকাপের বল ‘আল রিহলা’-কে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে জনসম্মুখে এনেছে প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাডিডাস। ইকার ক্যাসিয়াস, কাকা, ফারাহ জেফরি ও নউফ আল আনজির মতো কিংবদন্তিদের মাধ্যমে বলটিকে জনসম্মুখে আনা হবে। এরপর বলটি বিশ্বের ১০টি শহরে ঘুরবে। আর ফুটবল প্রেমীরা এই বলটি চাইলে কিনতেও পারবেন। এর জন্য তাদেরকে খরচ করতে হবে ১৬৫ ডলার।
স্পোর্টসমেইল২৪/পিপিআর