কাতার বিশ্বকাপে খেলতে না পারায় ছাটাই নাইজেরিয়ার কোচিং প্যানেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:৩৮ পিএম, ০১ এপ্রিল ২০২২
কাতার বিশ্বকাপে খেলতে না পারায় ছাটাই নাইজেরিয়ার কোচিং প্যানেল

কাতার বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না সুপার ঈগলস খ্যাত নাইজেরিয়া। আর এতেই নাইজেরিয়া ফুটবলে আসতে যাচ্ছে বড় পরিবর্তন। বিশ্বকাপে  খেলতে না পারার ব্যর্থতায় ছাটাই হয়েছেন কোচিং প্যানেলের তিন সদস্য।

১৯৯৪ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে নিয়মিত মুখ নাইজেরিয়া। মাঝে ২০০৬ বিশ্বকাপে খেলতে না পারলেও পরে আবারও ফিরেছিল। দুই আসর পর আবারও তাদেরকে ছাড়াই মাঠে গড়াবে বিশ্বকাপ ফুটবল।

২০২২ কাতার বিশ্বকাপে জায়গা করে নিতে না পায়ার নাইজেরিয়ান ফুটবল ফেডারেশনের (এনএফএফ) টেকনিক্যাল ডিরেক্টর অগাস্টিন ইগাভোয়েন পদত্যাগ করেছেন। পাশাপাশি ছাটাই হয়েছেন কোচিং প্যানেলের তিনি সদস্য।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক বিবৃতিতে এই বিষয়টি নিশ্চিত করেছে এনএফএফ।

আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বের প্লে-অফের দ্বিতীয় লেগে নাইজেরিয়ার জয়ের কোনো বিকল্প ছিল না। সেই ম্যাচে ঘানার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সুপার ঈগলসরা।

এর আগে প্রথম লেগে ঘানার মাঠেও গোলশূন্য ড্র করেছিল নাইজেরিয়া। এ কারণেই এই ম্যাচে অ্যাওয়ে গোলের সুবাদে বিশ্বকাপে জায়গা করে নেয় ঘানা।

১৯৯৪ থেকে বিশ্বকাপের সর্বশেষ সাত আসরের ছয়টিতেই খেলেছিল নাইজেরিয়া। এবার ঘরের মাঠে নিজেদের ব্যর্থতার কারণে বিশ্বকাপ খেলা মিস করছে সুপার ঈগলসরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

কাতার বিশ্বকাপের গ্রুপিং: চার পটে ৩২ দল

কাতার বিশ্বকাপের গ্রুপিং: চার পটে ৩২ দল

কাতার বিশ্বকাপে রেকর্ড ৭ বিলিয়ন ডলার আয় করতে চায় ফিফা

কাতার বিশ্বকাপে রেকর্ড ৭ বিলিয়ন ডলার আয় করতে চায় ফিফা

কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ

কাতার বিশ্বকাপে রোনালদোর সামনে ইতিহাস গড়ার সুযোগ

কাতার বিশ্বকাপে চূড়ান্ত ২৭ দেশ, আরও বাকি ৫

কাতার বিশ্বকাপে চূড়ান্ত ২৭ দেশ, আরও বাকি ৫