একদিন আগেই প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক ফুটবলের র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং প্রকাশের পরই পরই জানিয়ে দেওয়া হয়েছে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা পাওয়া দলগুলো গ্রুপিংয়ের কোন কোন পটে জায়গা পেয়েছে। মূলত র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই দলগুলোকে চার পটে সাজিয়েছে ফিফা।
বৃহস্পতিবার (৩১ মার্চ) প্রকাশ করা হয় ফিফা ফুটবল র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং প্রকাশের পরপরই কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা পাওয়া দলগুলো কোন কোন পটে অংশ নিচ্ছে। কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ৩২ দলকে ভাগ করা হয়েছে চারটি পটে। প্রতি পটে রাখা হয়েছে আটটি করে দেশের নাম।
কাতার বিশ্বকাপের গ্রুপিংয়ের আগে প্রথম পটে জায়গা পেয়েছে স্বাগতিক কাতারসহ বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা সাত দল। স্বাগতিক দেশ হওয়ায় সুবিধা পাচ্ছে কাতার। একই পটে কাতারের সাথে বিশ্ব ফুটবলের শীর্ষ সাত দল থাকায় শীর্ষ কোনো দলের মুখোমুখি হতে হবে না তাদেরকে।
বাকি তিন বাক্সে জায়গা পেয়েছে র্যাঙ্কিংয়ের পরের অবস্থানগুলোতে থাকা দেশগুলো। আর চার নম্বর পটের শেষ তিন অবস্থানে রাখা হয়েছে এখনও বিশ্বকাপ নিশ্চিত করতে না পারা সম্ভাব্য তিন দলকে।
চলতি বছরের জুনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ প্লে অফ। সেখানেই জানা যাবে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাকি তিন দেশের নাম। এই তিন স্থানের লড়াইয়ে আছে সাত দেশ।
বিশ্বকাপের গ্রুপ পর্বে একই মহাদেশের দুই দলকে একই গ্রুপে রাখবে না ফিফা। ব্যতিক্রম হবে ইউরোপের ক্ষেত্রে। একই গ্রুপে দুইটি ইউরোপিয়ান দলের বেশি থাকবে না। এছাড়াও একই পটে থাকা দলগুলো গ্রুপপর্বে পরস্পরের মুখোমুখি হবে না।
পট-১
কাতার, ব্রাজিল, বেলজিয়াম, ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল
পট-২
মেক্সিকো, নেদারল্যান্ডস, ডেনমার্ক, জার্মানি, উরুগুয়ে, সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ক্রোয়েশিয়া।
পট-৩
সেনেগাল, ইরান, জাপান, মরক্কো, সার্বিয়া, পোল্যান্ড, দক্ষিণ কোরিয়া, তিউনিশিয়া।
পট-৪
ক্যামেরুন, কানাডা, একুয়েডর, সৌদি আরব, ঘানা, আন্তঃমহাদেশীয় প্লে অফ-১ জয়ী, আন্তঃমহাদেশীয় প্লে অফ-২ জয়ী, ইউরো প্লে-অফ জয়ী।
স্পোর্টসমেইল২৪/পিপিআর