বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সভাপতি পদে তৃতীয়বারের মতো প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন বর্তমান সভাপতি জিয়ানি ইনফান্তিনো। বৃহস্পতিবার (৩১ মার্চ) কাতারের রাজধানী দোহায় বিশ্ব ফুটবলের পরিচালনা পরিষদের কংগ্রেসে তিনি এ ঘোষণা দিয়েছেন।
২০১৬ সালে ফিফা সভাপতির আসনে বসার আগে ইউরোপীয় ফুটবলের পরিচালনা পরিষদ উয়েফার মহাসচিবের দায়িত্বে ছিলেন ৫২ বয়সি এই সুইস-ইতালিয়ান আইনজীবী।
২০১৯ সালে প্যারিসে অনুষ্ঠিত কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো ফিফা সভাপতি নির্বাচিত হন তিনি। এরপর পরবর্তী চার বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন ইনফান্তিনো। যা ২০২৩ সালে শেষ হতে যাচ্ছে।
দোহায় বিশ্ব ফুটবলের পরিচালনা পরিষদের কংগ্রেসে ইনফান্তিনো বলেন, “আমি আপনাদের এটি জানাতে চাই যে, আগামী বছর আবারও সভপতি পদে (ফিফার) প্রতিদ্বন্দ্বিতা করবো।”
তবে সাম্প্রতিক সময়ে নানা বিষয়ে সমালোচনায় জড়িয়েছেন জিয়ানি ইনফান্তিনো। সম্প্রতি রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের কাছ থেকে পাওয়া একটি পদক ফিরিয়ে দেওয়া হবে কিনা তা নিয়েও প্রশ্নের সম্মুখিন হতে হয়েছে। তবে এমন প্রশ্নে সরাসরি উত্তর না দিয়ে এড়িয়ে গেছেন তিনি।
এদিকে, শুক্রবার (১ এপ্রিল) কাতার বিশ্বকাপ ড্র-কে সামনে রেখে ফুটবল বিশ্বের প্রতিনিধিরা বৃহস্পতিবার দোহায় জড়ো হয়েছেন। চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে কাতারে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ ফুটবল।
স্পোর্টসমেইল২৪/আরএস