ফিফা-উয়েফায় নিষিদ্ধ, এশিয়ার হয়ে খেলার পরিকল্পনায় রাশিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ৩০ মার্চ ২০২২
ফিফা-উয়েফায় নিষিদ্ধ, এশিয়ার হয়ে খেলার পরিকল্পনায় রাশিয়া

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ফুটবলের সকল ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে ফিফা এবং উয়েফা। এর বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে গিয়েও রায় নিজেদের পক্ষে আনতে পারেনি রাশিয়া। তাই এবার ইউরোপ ছেড়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে খেলার ইচ্ছা প্রকাশ করেছে রাশিয়ান ফুটবল ফেডারেশন।

ইউক্রেনে রুশ সরকারের আগ্রাসন শুরু হলে উয়েফা এবং ফিফার সকল ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিষিদ্ধ হয় রাশিয়া। এ কারণে কাতার বিশ্বকাপ বাছাইপর্বের প্লে অফেও খেলা হয়নি দেশটির। এ কারণে ওয়াকওভার পেয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে পোল্যান্ড।

শুধু জাতীয় দল নয়, ক্লাব ফুটবলেও নিষেধাজ্ঞার খড়গ পড়েছে রাশিয়ার উপর। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল থেকে রাশিয়ান ক্লাব স্পার্তাক মস্কোকেও নিষিদ্ধ করে উয়েফা।

ইউরোপিয়ান আসরগুলো থেকে রাশিয়াকে নিষিদ্ধ করার পরেই নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা-উয়েফা। সেখানে জানানো হয় অনির্দিষ্ট সময়ের জন্য রাশিয়াকে নিষিদ্ধ করা হয়েছে।

ফিফা-উয়েফার যৌথ এই রায়ের বিরুদ্ধ আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলও করেছিল। তবে কাজ হয়নি। ফিফা-উয়েফার দেওয়ার সিদ্ধান্তই চূড়ান্ত বলে জানিয়ে দেয় আদালত।

এরপরেই ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। উয়েফা ছেড়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনে (এএফসি) যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে । তবে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি তারা।

উয়েফা ছেড়ে এএফসিতে যোগ দিলে রাশিয়ান ক্লাবগুলো ইউরোপের ক্লাব ফুটবলের মতো এশিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামতে পারবে। এমনকি বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ার দেশ হিসেবে বিবেচিত হবে। নিজেদের ফুটবলের ধারাবাহিকতা এবং মান ধরে রাখতেই এই সিদ্ধান্ত নিতে চাচ্ছে তারা। তবে এএফসি সহজেই অনুমোদন দিবে না সে বিষয়টি মোটামুটি নিশ্চিত।

কারণ উয়েফার পাশাপাশি রাশিয়ার উপর নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। আর ফিফার একটি গুরুত্বপূর্ণ সদস্য এএফসি। আর এ কারণেই রাশিয়াকে অনুমতি নাও দেওয়ার পক্ষেই রায় দিতে পারে এশিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

২০২৮ ও ২০৩২ ইউরো’র আয়োজক হতে চায় রাশিয়া

২০২৮ ও ২০৩২ ইউরো’র আয়োজক হতে চায় রাশিয়া

নিরপরাধ শিশুদের রক্ষা করাই এখন আমার কাজ: শেভচেঙ্কো

নিরপরাধ শিশুদের রক্ষা করাই এখন আমার কাজ: শেভচেঙ্কো

রাশিয়াকে ফিফা-উয়েফার দেওয়া শাস্তি ক্রীড়া আদালতেও বহাল

রাশিয়াকে ফিফা-উয়েফার দেওয়া শাস্তি ক্রীড়া আদালতেও বহাল

বৈশ্বিক ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসনে পাঠালো ফিফা এবং উয়েফা

বৈশ্বিক ফুটবল থেকে রাশিয়াকে নির্বাসনে পাঠালো ফিফা এবং উয়েফা