বার্সোলোনায় ব্রাজিলিয়ান নারী ফুটবলার ‘যৌন হয়রানি’র শিকার!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১২ পিএম, ৩০ মার্চ ২০২২
বার্সোলোনায় ব্রাজিলিয়ান নারী ফুটবলার ‘যৌন হয়রানি’র শিকার!

বিশ্বজুড়ে নারী ফুটবলারদের যৌন হয়রানির অভিযোগ নতুন কিছু নয়। এবার স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় থাকাকালীন সময়ে যৌন হয়রানির অভিযোগ এনেছেন লেভান্তের ব্রাজিলিয়ান নারী ফুটবলার জিও কুইরোজ। একই সাথে সেই ঘটনায় ঘৃনাও প্রকাশ করেছেন এই নারী ফুটবলার।

বার্সেলোনার সভাপতি জোয়ান লাপোর্তাকে বরাবর লেখা একটি খোলা চিঠিতে এই গুরুতর অভিযোগ করেছেন কুইরোজ। কুইরোজ লিখেছেন, ‘আমাকে জোর করে তালাবদ্ধ করে রাখা হয়েছিল। আমি বাড়ি ছেড়ে যেতে পারিনি। ক্লাবের মধ্যে কয়েক মাস আমি অপমানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম।’

বার্সেলোনার সভাপতি বরাবর লেখা অভিযোগপত্রে কুইরোজ লিখেছেন, ‘প্রিয় সভাপতি, এই অবস্থানে পৌঁছানো সহজ ছিল না। ওই ঘটনার পর অনেক মাস ধরে যন্ত্রণা ও যন্ত্রণার মধ্য দিয়ে গেছে। আমি বার্সেলোনা মহিলা দলে যে আপত্তিজনক আচরণের শিকার হয়েছি তার নিন্দা প্রকাশ করছি।’

কুইরোজ আরও লিখেছেন, ‘নারীর প্রতি হয়রানি ও পুরুষের সহিংসতার সংস্কৃতি মেনে নেওয়া যায় না বা সহ্য করা যায় না। অধিকাংশ ক্ষমতাধারীরা তাদের ক্ষমতা ব্যবহার করে কাউকে বশীভূত করতে। যার মধ্যে সবচেয়ে দুর্বল হলো অপ্রাপ্তবয়স্ক মেয়েরা।’

কুইরোজ ১৭ বছর বয়সে বার্সেলোনায় যোগদান করেন। এরপর থেকে হয়রানি শুরু। তিনি বলেন, ‘প্রথমে আমাকে ইঙ্গিত দেয়া হয়েছে যে, ব্রাজিল জাতীয় দলের সাথে খেললে ক্লাবে আমার ভবিষ্যতের জন্য ভালো হবে না। অপ্রীতিকর এবং ক্রমাগত হয়রানির পরও আমি বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেইনি।’

১৮ বছর বয়সী এই নারী ফুটবলার আরও বলেন, ‘তারা আমাকে অপমানজনক উপায়ে (যৌন) হয়রানি করছিল যাতে আমি ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব ছেড়ে দেই। ক্লাবের মধ্যে আমার পেশাদার জীবনকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে স্পষ্ট স্বেচ্ছাচারী পদ্ধতি ব্যবহার করা হয়েছিল।’

সেই মুহূর্তের কথা উল্লেখ করে কুইরোজ বলেন, ‘আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভয়ে ছিলাম। আমি সম্পূর্ণভাবে ছিন্নভিন্ন হয়ে বাড়ি গিয়েছিলাম। আমি অনেকবার কেঁদেছি। একটি বিশাল শূন্যতা অনুভব করেছি। আমার অধিকারের জন্য লড়াই করার শক্তি আমার ছিল না।’

কুইরোজের বিষয়টা নিয়ে বার্সেলোনা নিজেদের অবস্থান পরিস্কার করেছে। বার্সেলোনার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার সময় কুইরোজ ব্রাজিলের প্রতিনিধিত্ব করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করার সিদ্ধান্ত নিয়েছিল। সিদ্ধান্তটি চিকিৎসকের পরামর্শের বিরুদ্ধে ছিল। যে কারণে তাকে যেতে দেয়া হয়নি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

দেম্বেলে একটা ক্ষ্যাপাটে খেলোয়াড় : পেদ্রি

দেম্বেলে একটা ক্ষ্যাপাটে খেলোয়াড় : পেদ্রি

দেম্বেলের জায়গায় বার্সেলোনার প্রথম পছন্দ রাফিনহা

দেম্বেলের জায়গায় বার্সেলোনার প্রথম পছন্দ রাফিনহা

পাঁচ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে নরওয়ে দলে অ্যাডা হেগারবার্গ

পাঁচ বছরের ‘নির্বাসন’ কাটিয়ে নরওয়ে দলে অ্যাডা হেগারবার্গ

জিতেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের মেয়েদের

জিতেও শিরোপা ছোঁয়া হলো না বাংলাদেশের মেয়েদের