ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পারকেন স্টেডিয়ামে হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। সে সময় তার জীবন নিয়েই তৈরি হয়েছিল শঙ্কা। শেষ পর্যন্ত সেই শঙ্কাগুলো কাটিয়ে মাঠে ফিরেছেন এরিকসেন। শুধু তাই নয়, পারকেন স্টেডিয়ামেই আবারও খেলতে নামবেন এরিকসেন।
পারকেন স্টেডিয়ামে এরিকসেনের ফেরার ম্যাচে তার হাতেই অধিনায়কত্ব তুলে দেওয়া হবে। সোমবার (২৮ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ডেনমার্কে কোচ ক্যাসপার হুলম্যান্ড।
পারকেন স্টেডিয়ামে এরিকসেনের ফেরাটা বেশ আবেগের বিষয়। ২০২১ সালে ১২ জুন এই স্টেডিয়ামেই হৃদরোগে আক্রান্ত হয়ে মাঠ ছেড়েছিলেন। জীবন নিয়ে টানপোড়নে থাকা এরিকসেন হাসপাতালের যুদ্ধ শেষ করে ফিরেছেন মাঠে।
শুধু মাঠে ফেরাই নয়, ডেনমার্কের হয়ে পারকেন স্টেডিয়ামে আবারও ফিরবেন তিনি। তাই ফেরাকে স্মরণীয় করে রাখতেই তাকে অধিনায়ক হিসেবে রাখার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক।
সুস্থ হয়ে ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডের হয়ে পেশাদার ফুটবল শুরু করেছেন ক্রিস্টিয়ান এরিকসেন। পরে জাতীয় দলের জার্সিতেও মাঠে নেমেছেন। এখন কাতার বিশ্বকাপে মাঠে নামার অপেক্ষায়।
পারকেন স্টেডিয়ামে মাঠে নামার আগে এরিকসেন বলেন, ‘এটা অবশ্যই আমার জন বিশেষ কিছু। ওই ঘটনার পর আমি আর এই মাঠে আসিনি।’
তিনি আরও বলেন, ‘এখন আমি ওই মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। আশা করি আমরা সেখানে ভালো করতে পারবো।’
স্পোর্টসমেইল২৪/পিপিআর