মেসিদের বর্তমানটাই উপভোগ করতে বললেন স্কালোনি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৯ মার্চ ২০২২
মেসিদের বর্তমানটাই উপভোগ করতে বললেন স্কালোনি

চলতি বছর কাতার বিশ্বকাপের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। বুটজোড়া তুলে রাখার সিদ্ধান্তে যোগ দিয়েছেন আরেক তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াও। ব্যাপারটা ভাবিয়ে তুলেছে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে। তিনি মেসিদের আগামী নিয়ে না ভেবে বর্তমানটা উপভোগ করার পরামর্শ দিয়েছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) কাতার বিশ্বকাপের বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচের আগে গণমাধ্যমের মুখোমুখি হন আর্জেন্টিনার প্রধান কোচ।

স্কালোনি বলেন, ‘তারা (মেসি এবং ডি মারিয়া) বর্তমান সময়টা উপভোগ করেও কেন ভবিষ্যৎ নিয়ে ভাবছে সেটা আমি বুঝতে পারছি না। তারা কি এখন সময়টা উপভোগ করে না? বিশ্বকাপের পরে কী হবে তা নিয়ে ভাবা বৃথা।’

ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের পর মেসি বলেছিলেন যে, ‘আমি কেবল ভাবতে পারি পরবর্তীতে কী হবে। আমি কেবল ইকুয়েডর ম্যাচ নিয়ে ভাবছি। বিশ্বকাপের পরে আমাকে অনেক কিছু নিয়ে ভাবতে হবে।’

কাতারে চলতি বছরের বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিবেন বলে জানিয়েছিলেন পিএসজিতে মেসির সঙ্গে খেলা মিডফিল্ডার অ্যাঞ্জেল ডি মারিয়া। অবসরের কারণ হিসেবে মারিয়া, ফুটবলের অনিশ্চিত দিকটাই উল্লেখ করেছেন।

তিনি বলেছিলেন, ‘আমি সবসময় যা বলেছি তা হলো ফুটবল এত কঠিন এবং এতটাই অপ্রত্যাশিত যে ইতালি (বিশ্বকাপ থেকে) বাদ পড়ে গেলো। ইতালি বিশ্বের অন্যতম সেরা দল। তারা ইউরোপীয় চ্যাম্পিয়ন। দেখুন খেলাটা কত কঠিন।’

জাতীয় দলের হয়ে ২০০৫ সালে অভিষেকের পর এ পর্যন্ত ১৫৯টি ম্যাচ খেলে মোট ৮১টি গোল করেছেন মেসি। জিতেছেন কোপা আমেরিকার শিরোপা। ডি মারিয়া ১২১টি ম্যাচ খেলে গোল করেছেন ২৪টি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি

‘অবসর’ ভাবনায় লিওনেল মেসি

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!

আর্জেন্টিনার মাটিতে ‘শেষ ম্যাচ’ খেলেছেন ডি মারিয়া!

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

পিএসজিতে মেসির ভবিষ্যৎ নিয়ে ‘শঙ্কিত’ মারিও কেম্পেস

জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করবেন না দিবালা

জুভেন্টাসের সাথে চুক্তি নবায়ন করবেন না দিবালা