ইউনাইটেড ছেড়ে রিয়াল সোসিয়াদাদে যাচ্ছেন কাভানি!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৮ মার্চ ২০২২
ইউনাইটেড ছেড়ে রিয়াল সোসিয়াদাদে যাচ্ছেন কাভানি!

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সময়টা মোটেও ভালো কাটাচ্ছেন না উরুগুইয়ান তারকা এডিনসন কাভানি। এ কারণেই ক্লাব ছাড়তে বেশ মরিয়া হয়েই আছেন এই ফুটবলার। গুঞ্জন আছে, ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়াদাদে যাচ্ছেন তিনি।

প্যারিস সেন্ট জার্মেইন থেকে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছিলেন এডিনসন কাভানি। ক্রিস্টিয়ানো রোনালদো ইউনাইটেডে যোগ দেওয়ার আগ পর্যন্ত একাদশে বেশ নিয়মিতই ছিলেন এই তারকা। কিন্তু রোনালদোর আসার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি।

রোনালদো ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই গুঞ্জন উঠেছিল ক্লাব ছাড়তে পারেন কাভানি। সে সময় ক্লাব না ছাড়লেও চলতি ২০২১-২২ মৌসুমের পর ক্লাব ছাড়বেন এমনটাই জানিয়েছে বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যম। সেক্ষেত্রে তাকে দলে ভেড়াতে আগ্রহী হয়ে আছে স্প্যানিশ ক্লাব সোসিয়াদাদ।

রিয়াল সোসিয়াদাদের আক্রমণভাগের প্রধান ভরসা হয়ে আছেন অ্যালেক্স সোরলোথ এবং অ্যালেক্সজান্ডার ল্যাস্ক। দুইজনই ধারে সোসিয়াদাদের জার্সিতে খেলছেন। এরই মধ্যে অ্যালেক্স সোরলোথ জানিয়েছেন মৌসুম শেষেই ক্লাব ছাড়বেন।

সোরলোথের ছেড়ে যাওয়ার শূন্যস্থান পূরণ করতেই কাভানিকে ভেড়াতে চায় সোসিয়াদাদ। এদিকে সোরলোথের সঙ্গী হিসেবে থাকা অ্যালেক্সজান্ডার ল্যাস্কও খেলছেন ধারে। চলতি মৌসুম শেষে সেও ক্লাব ছাড়লে দুইজন স্ট্রাইকারকে দলে ভেড়াতে মরিয়া হয়ে থাকবে স্প্যানিশ ক্লাবটি।

ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সব লিগে খেলা হলেও এখনও লা লিগায় খেলতে পারেননি কাভানি। এ কারণেই স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিতে মরিয়া হয়ে আছেন। এর আগে ইতালি, ফ্রান্স এবং ইংল্যান্ডের লিগে খেলেছেন এডিনসন কাভানি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর



শেয়ার করুন :


আরও পড়ুন

চুরি গেছে পগবার বিশ্বকাপ জয়ের মেডেল

চুরি গেছে পগবার বিশ্বকাপ জয়ের মেডেল

পেশাদার ফুটবলে ‘সর্বোচ্চ’ গোলের মালিক রোনালদো

পেশাদার ফুটবলে ‘সর্বোচ্চ’ গোলের মালিক রোনালদো

ডেক্লান রাইসের মূল্য বাড়িয়েই চলছে ওয়েস্ট হ্যাম

ডেক্লান রাইসের মূল্য বাড়িয়েই চলছে ওয়েস্ট হ্যাম

রালফ রাংনিককে কোচ মানতে নারাজ পল স্কোলস

রালফ রাংনিককে কোচ মানতে নারাজ পল স্কোলস